বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » আজ সারা দেশে মানববন্ধন করবে বিএনপি

আজ সারা দেশে মানববন্ধন করবে বিএনপি 

085426cap_kalerkantho_pic (1)

দশম জাতীয় সংসদ নির্বাচনের অষ্টম বর্ষপূর্তির দিন ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা’ দিবস হিসেবে পালন করবে বিএনপি। এ উপলক্ষে দলটি আজ বুধবার ঢাকাসহ দেশের অন্যান্য মহানগর ও জেলা সদরে মানববন্ধন কর্মসূচি পালন করবে দলটি।

গতকাল মঙ্গলবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, আট বছর আগে ২০১৪ সালের এই দিনে সারা দেশে ভোটার ও বিরোধী দলের প্রার্থীবিহীন একতরফা, বিতর্কিত একতরফা নির্বাচন অনুষ্ঠিত হয়। আগামীকাল (আজ বুধবার) ৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে ঢাকা মহানগরসহ সারা দেশের জেলা সদরে প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালিত হবে। ঢাকায় সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে হবে কর্মসূচি হবে।

২০১৪ সালের ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচন বিএনপিসহ বেশ কয়েকটি দল বর্জন করে। এতে ১৫৩টি আসনে আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্ব্বিতায় নির্বাচিত হন।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone