ইতিহাস গড়া ক্রিকেটারদের পুরস্কৃত করবে বিসিবি
টেস্টে নিউজিল্যান্ডকে হারিয়ে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ঐতিহাসিক এই জয়ের পর টাইগারদেরকে বাড়তি বোনাস দেওয়ার কথা ভাবছে বিসিবি। বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম প্রাঙ্গণে এমন ইঙ্গিতই দিয়েছেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
জালাল ইউনুস সাংবাদিকদের বলেন, ‘আমাদের প্রেসিন্ডেন্ট (নাজমুল হাসান) ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন, টিম ম্যানেজমেন্টের সঙ্গেও কথা হয়েছে। সবাই বোনাস চাচ্ছিল। বোনাস তো থাকবেই, ম্যাচ জেতার জন্য বোনাস তারা পাবে। এটাই স্বাভাবিক। অতিরিক্ত কোনো বোনাস থাকবে কিনা সেটা আমরা সিরিজ শেষে আমরা আলোচনা করব।’
এর আগে ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জেতার পর টাইগারদের পুরস্কৃত করেছিল বিসিবি। তবে এবার সাধারণ বোনাসের পাশাপাশি বাড়তি বোনাস দেওয়ার ইঙ্গিতই দিল বিসিবি। বর্তমানে দেশের বাইরে থাকা বিসিবি প্রেসিডেন্ট দেশে ফেরার পর এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।