১৪৫০০০ ডলারে বিক্রি হলো ২১১ কেজির টুনা মাছ
আজ বুধবার (৫ জানুয়ারি, ২০২২) সকালে জাপানের টোকিওর পাইকারি বাজার টোয়োসুতে শহরের প্রথম নিলাম অনুষ্ঠিত হয়। আর এ নিলামে তোলা হয় একটি বিশালাকার নীল পাখনাওয়ালা টুনা মাছ। যার ওজন ২১১ কেজি। আর নিলামে এই দানব নীলচে মাছটির মূল্য ধরা হয়েছে ১৬.৮৮ মিলিয়ন ইয়েন (১ লাখ ৪৫ হাজার মার্কিন ডলার)।
জাপানের উত্তরাঞ্চলীয় শহর ওমা থেকে মাছটি ধরা হয়। নিলামে এর প্রতি কেজির মূল্য পড়বে ৮০ হাজার ইয়েন বা প্রায় ৬৯০ মার্কিন ডলার।
নিলামের আগে ভেন্যুতে করোনাভাইরাস প্রতিরোধী নানা ব্যবস্থা নেওয়া হয়। এরপর একটি ঘণ্টাধ্বনির মাধ্যমে অকশন শুরু হয়। এ সময় বাজারটির সমৃদ্ধির জন্য হাততালির মাধ্যমে প্রার্থনা করা হয়।
নিলামে সর্বোচ্চ দরের মাছটি কিনে নেয় যৌথভাবে পাইকারি ব্যবসায়ী ইয়ামাউকি এবং রেস্তোরাঁ চেইন ওনোদেরা গ্রুপ।
ওনোদেরা ফুড সার্ভিসের প্রেসিডেন্ট শিনজি নাগাও বলেন, ‘করোনাভাইরাসের কারণে পড়ে যাওয়া রেস্তোরাঁ ব্যবসা আমরা আবার আগের মতো চাঙ্গা করতে চাই।’
নীল পাখনাওয়ালা টুনা মাছের সর্বোচ্চ নিলামমূল্য ছিল ৩৩৩.৬ মিলিয়ন ইয়েন বা প্রায় ২.৮৮ মিলিয়ন ডলার। নিলামটি ২০১৯ সালে অনুষ্ঠিত হয়। এতে প্রতি কেজি প্রায় ১০ হাজার ডলারে বিক্রি হয়। সুশি রেস্টুরেন্ট চেইন সেই নিলামের ক্রেতা ছিল।