যমুনা টিভিতে অগ্নিকাণ্ড, সাংবাদিকরা বেরিয়ে রাস্তায়
রাজধানীর বাংলামোটরে আগুন লাগা রাহাত টাওয়ারে যমুনা টিভির সেন্টার রয়েছে। আগুন লাগার পর প্রতিষ্ঠানটির কর্মীরা নিরাপদে রাস্তায় নেমে গেছেন। যমুনা টেলিভিশনের স্পেশাল করেসপন্ডেন্ট সুশান্ত সিনহা এ কথা জানিয়েছেন।
সুশান্ত সিনহা বলেন, ‘এখন আমাদের দেখা ছাড়া আর কিছুই করার নেই। আমাদের অফিস ভস্মীভূত হয়ে যাচ্ছে। দমকল বাহিনীর কর্মীরা চেষ্টা করছেন। কিন্তু এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি।’
তিনি আরো বলেন, ‘আমাদের অফিসের সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আমাদের ল্যাপটপ, ক্যামেরা, কম্পিউটার পুড়ে যাচ্ছে। আমরা সবাই যে নিরাপদে বের হতে পেরেছি, সেটা অনেক বড় বিষয়।’
সুশান্ত সিনহা আরো বলেন, ‘সময় মতো ফায়ার অ্যালার্ম বাজানোর কারণে আমরা বের হয়ে আসতে পেরেছি। নিচে অপেক্ষা করা ছাড়া এখন আমাদের কিছুই করার সুযোগ নেই। আমাদের কয়েকজন কর্মী সাময়িকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেছিলেন। কিন্তু আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে গেছে।’
এদিকে, ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ কালের কণ্ঠকে বলেন, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট পাঠানো হয়েছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।