সিডনি টেস্টেও ইংলিশদের সামনে বিশাল লক্ষ্য
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অ্যাশেজের চতুর্থ টেস্টেও চালকের আসনে রয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও দুর্দান্ত ব্যাট করে ইংল্যান্ডকে ৩৮৮ রানের বড় লক্ষ্য ছুড়ে দিয়েছে অজিরা।
আজ চতুর্থ দিনের শুরুর দিকে ইংল্যান্ডকে ২৯৪ রানে অলআউট করে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ১২২ রানের লিড নেয়। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৮৬ রানে ৪ উইকেট হারালেও অস্ট্রেলিয়াকে বড় স্কোরের দিকে নিয়ে যান উসমান খাজা ও ক্যামেরন গ্রিন। দুজনে গড়েন ১৭৯ রানের বড় জুটি।
গ্রিন ৭৪ রান করে সাজঘরে ফিরলেও খাজা অপরাজিত থাকেন ১০১ রানে। ৬ উইকেটে ২৬৫ রানে অস্ট্রেলিয়া তাদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে। ফলে এই টেস্ট জয়ের জন্য ইংল্যান্ডের লক্ষ্য দাঁড়াল ৩৮৮।
উল্লেখ্য, অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ৮ উইকেটে ৪১৬ রান তোলে ইনিংস ঘোষণা করে। জবাবে ইংল্যান্ড অলআউট হয় ২৯৪ রানে। ফলে ১২২ রানের বড় লিড পায় অজিরা। পাঁচ ম্যাচ সিরিজে অস্ট্রেলিয়া এরই মধ্যে ৩-০ ব্যবধানে এগিয়ে এগিয়ে রয়েছে।