মেসি-নেইমারদের কোচ হচ্ছেন জিদান!
গুঞ্জনটা অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল। এবার হয়তো সেটিই সত্যি হতে যাচ্ছে। প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) কোচ হতে যাচ্ছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা জিনেদিন জিদান। এই খবর জানিয়েছেন আরএমসির প্রখ্যাত সাংবাদিক ড্যানিয়েল রায়োলা।
প্রখ্যাত এই সাংবাদিকের মতে, পিএসজিতে মাউরিসিও পচেত্তিনোর স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন জিদান। পিএসজির সঙ্গে পচেত্তিনোর কথাবার্তা ঠিক হয়ে গেছে। আগামী মৌসুমে অর্থ্যাৎ এ বছরের জুনে পিএসজির দায়িত্ব নেবেন জিদান। পচেত্তিনো চলে আসবেন ক্লাব ছেড়ে।
পিএসজির ভেতরের এ খবর ফাঁস করা ছাড়াও এর আগে মেসির প্যারিসে আসার খবরও বিশ্ববাসীকে প্রথম জানিয়েছিলেন ড্যানিয়েল রায়োলা। তবে এবার তার খবর যদি সত্য হয়, তাহলে আগামী মৌসুমেই মেসি-নেইমারদের কোচ হিসেবে দেখা যাবে জিনেদিন জিদানকে।
জিদান আসার সম্ভাবনা থাকলেও আগামী মৌসুমে কিলিয়ান এমবাপ্পের প্যারিসে থাকা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তাই জিদান তাকে (এমবাপ্পে) পান কি না সেটিও বড় প্রশ্ন। তবে এমনও শোনা যাচ্ছে, এরই মধ্যে ফ্রি এজেন্ট হওয়া এমবাপ্পেকে ক্লাবে রেখে দেওয়ার চেষ্টা করছেন জিদান।