নারীর প্রতি শ্রদ্ধাশীল হতে হবে: স্পিকার
এইদেশ এইসময়, ঢাকা : জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, নারীর প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং তাদেরকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে হবে যাতে তারা নিজেদের ভাগ্য নিজেরাই গড়তে পারে।
নারীরা শিক্ষাক্ষেত্রসহ সকল ক্ষেত্রে নিজেদের যোগ্যতার প্রমাণ দিচ্ছে।
শনিবার সকাল দশটায় মহাখালীতে বৈশাখী টেলিভিশন আয়োজিত আন্তর্জাতিক নারী দিবসের একটি অনুষ্ঠান উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
নিজের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, মেয়েদের শ্রম ও মেধা সব কিছুই আজ জাতির সামনে বিদ্যমান। নারীদের জন্য সব সম্ভাবনার পথকে সুদূরপ্রসারী করতে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
নারী নির্যাতন বন্ধেও সকলের এগিয়ে আসা উচিত বলে তিনি মন্তব্য করেন।