লন্ডনে ছুরিকাঘাতে এ বছর প্রথম হত্যা, কিশোর আটক
এ বছর লন্ডনে প্রথম ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটে গত ৪ জানুয়ারি। ওই ঘটনায় জড়িত সন্দেহে ১৩ বছরের একজন কিশোরকে আটক করা হয়েছে। সংবাদমাধ্যম এলবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এলবিসির ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, ৪৬ বছর বয়সী দারিউস উলস পোল্যান্ড থেকে লন্ডনে এসেছিলেন। গত ৪ জানুয়ারি মধ্যরাতে তিনি ছুরিকাঘাতে নিহত হন।
লন্ডনের পশ্চিমাঞ্চলের ইয়েসলিতে মহাসড়কের পাশে ছুরিকাঘাতে আহত একজন ব্যক্তির খবর লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস পুলিশকে দেয়। সেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।
মরদেহ ময়নাতদন্ত করে জানা যায়, বুক ও তলপেটে ছুরিকাঘাতে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, আমাদের ধারণা- নিহত ওই ব্যক্তি মহাসড়কে একদল লোকের হামলার শিকার হয়েছেন। হামলাকারীরা বিভিন্ন স্থানে চলে গেছেন।
গোয়েন্দারা আরো বলছেন, খুবই ব্যস্ত এলাকা এটি। নিহতের পরিবার বিপর্যস্ত হয়ে পড়েছে। আমরা এই সময়ে তাদের সমর্থন করার জন্য আমাদের যথাসাধ্য চেষ্টা করছি।
স্থানীয়দের অনুরোধ করা হয়েছে, তারা যেন ডোরবেল এবং ড্যাশ ক্যামেরা চেক করেন। তাতে এমন কিছু ক্যাপচার হয়ে থাকতে পারে, যা গোয়েন্দাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে পারে।