পাকিস্তান সুপ্রিম কোর্ট প্রথমবার পাচ্ছে নারী বিচারপতি
পাকিস্তানের সুপ্রিম কোর্ট প্রথমবারের মতো একজন নারী বিচারপতি পেতে যাচ্ছেন। জানা গেছে, লাহোর হাইকোর্টের বিচারপতি আয়েশা মালিককে পদোন্নতি দিয়ে সর্বোচ্চ আদালতে নিয়োগের পক্ষে ভোট দিয়েছেন জুডিশিয়াল কমিশন অব পাকিস্তানের (জেসিপি) সংখ্যাগরিষ্ঠ সদস্যরা।
ডন নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, আট সদস্যের পার্লামেন্টারি কমিটির অনুমোদন পেলে ৫৫ বছর বয়সী আয়েশা পাকিস্তানের সুপ্রিম কোর্টের নারী বিচারপতি হবেন। পাকিস্তান স্বাধীনতার ৭৫ বছরের মধ্যে এই প্রথম সর্বোচ্চ আদালতে একজন নারী বিচারপতি পেতে যাচ্ছে।
জানা গেছে, ২০৩১ সাল পর্যন্ত পাকিস্তানের সর্বোচ্চ আদালতে বিচারপতির দায়িত্ব পালন করার যোগ্য হচ্ছেন তিনি। পাকিস্তানের প্রথম নারী প্রধান বিচারপতি হিসেবে ইতিহাসে নাম লেখানোর সুযোগও তৈরি হয়েছে আয়েশার সামনে।
টুইটারে আয়েশা মালিকের খবরটি শেয়ার করেছেন শান্তিতে নোবেলজয়ী পাকিস্তানি নারী মালালা ইউসুফজাইয়ের বাবা জিয়াউদ্দিন ইউসুফজাই। তিনি লিখেছেন, বিচারপতি আয়েশা মালিককে অনেক শুভেচ্ছা। আপনি ইতিহাস সৃষ্টি করেছেন। সর্বোচ্চ আদালতে প্রথমবারের মতো নারী বিচারককে মনোনীত করায় সুপ্রিম কোর্টকে অভিনন্দন।