বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » বিক্ষোভ দমনে বিতর্কিত নির্দেশ দিলেন কাজাখস্তানের প্রেসিডেন্ট

বিক্ষোভ দমনে বিতর্কিত নির্দেশ দিলেন কাজাখস্তানের প্রেসিডেন্ট 

080851kajakhJPG800x483_(1)

কাজাখস্তানে নজিরবিহীন সহিংস বিক্ষোভ মোকাবেলায় বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনার আহ্বান প্রত্যাখ্যান করে গুলি চালানোর নির্দেশ দিয়েছেন সে দেশের প্রেসিডেন্ট কাসিম জোমার্ত তোকায়েভ। এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এএফপির ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, বিক্ষোভকারীদের ‘সশস্ত্র দস্যু’ হিসেবে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট। তিনি গতকাল শুক্রবার কোনো ধরনের সতর্কবার্তা না দিয়ে সোজা গুলি করার অনুমতি দিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে।

সে দেশের জনগণ তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য প্রায় দ্বিগুণ করার প্রতিবাদে প্রথমে কাজাখস্তানের রাস্তায় নামে। গত রবিবার বিক্ষোভ শুরু হওয়ার পর কয়েক দিনের মধ্যেই সেটা তুমুল বিক্ষোভে রূপ নেয়।

বৃহস্পতিবার রাতে সরকার এলপিজির ওপর ভর্তুকি প্রত্যাহারের সিদ্ধান্ত ছয় মাস স্থগিত রাখার ঘোষণা দেয়। এ ছাড়া অজনপ্রিয় সাবেক কর্তৃত্বপরায়ণ শাসক নূরসুলতান নাজারবায়েভকে প্রভাবশালী জাতীয় নিরাপত্তা পরিষদের পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে। তবে পরিস্থিতি তাতেও শান্ত হয়নি।

প্রেসিডেন্ট তোকায়েভ বিক্ষোভকারীদের বিদেশ থেকে ‘প্রশিক্ষণপ্রাপ্ত সন্ত্রাসী’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি গতকাল শুক্রবার জাতির উদ্দেশে তৃতীয় টেলিভিশন ভাষণে বলেছেন, সন্ত্রাসীরা সম্পত্তির ক্ষতি করে চলেছে… এবং বেসামরিক লোকদের বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করছে।

তিনি আরো বলেছেন, আমি আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছি, যাতে কোনো সতর্কতা ছাড়াই তাদের গুলি করে হত্যা করা হয়।

বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের জন্য বহির্বিশ্বের নেতাদের আহ্বানকে ‘আহাম্মকি’ বলে উপহাস করেছেন সে দেশের প্রেসিডেন্ট তোকায়েভ।

তিনি বলেছেন, আমরা বিদেশি ও স্থানীয় সশস্ত্র এবং প্রশিক্ষিত দস্যুদের মোকাবেলা করছি। তাই তাদের অবশ্যই ধ্বংস করতে হবে। খুব শিগগিরই তা করা হবে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone