নারী নির্যাতন প্রতিরোধে হেল্প সেন্টার চালু : প্রধানমন্ত্রী
রোকন উদ্দিন, ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ধর্মের দোহাই দিয়ে নারীদের আটকে রাখা যাবে না। কারণ, ইসলাম ধর্মে নারীর অধিকার নিশ্চিত করা হয়েছে। বাজেটেও নারীদের আর্থ-সামাজিক উন্নয়নের বিষয়গুলো গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি বলেন, নারী নির্যাতন প্রতিরোধে হেল্প সেন্টার চালু করা হয়েছে।
শনিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নারী দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, এখন যেকোনো অপারেটর থেকে ১০৯২১ নম্বরে ফোন করে যে কেউ নারী নির্যাতনের যে কোনো তথ্য সরাসরি জানাতে পারবে। পরে সে তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে
Posted in: জাতীয়