ইউরোপিয়ান পার্লামেন্টের প্রেসিডেন্ট ডেভিড সাসোলি মারা গেছেন
ইউরোপিয়ান পার্লামেন্টের প্রেসিডেন্ট ডেভিড সাসোলি মারা গেছেন। আজ মঙ্গলবার সকালে তার কার্যালয় থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বিবিসির ওই প্রতিবেদনে বলা হয়েছে, ডেভিড সাসোলি ইমিউন সিস্টেম সম্পর্কিত একটি ‘গুরুতর জটিলতায়’ ভুগে মারা গেছেন।
৬৫ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমানো ডেভিড সাসোলি ইতালির সাবেক সাংবাদিক। বিশিষ্ট এই রাজনীতিবিদ দুই সপ্তাহের বেশি সময় ধরে গুরুতর অসুস্থ ছিলেন। সে কারণে তিনি সব ধরনের অফিশিয়াল কার্যক্রম বন্ধ রেখেছিলেন।
গত মাসে তাকে ইতালির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ইমিউন সিস্টেমে গুরুতর সমস্যা হওয়ায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মঙ্গলবার স্থানীয় সময় সকালে তিনি মারা যান। তার মুখপাত্র জানিয়েছেন, আভিয়ানোতে একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।