কাজাখস্তান সরকারকে নিরাপত্তা সহায়তা দিতে চায় চীন
কাজাখস্তানে সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতার ঘটনায় দেড় শতাধিক মানুষ নিহত হয়েছে। দেশটিতে সাম্প্রতিক অস্থিরতার নিন্দা জানিয়েছে চীন। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
রয়টার্সের ওই প্রতিবেদনে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র বরাত দিয়ে বলা হয়েছে, কাজাখস্তানের সরকারবিরোধী বিক্ষোভ হলো সন্ত্রাসবাদী ঘটনা। ‘তিন অশুভ শক্তি’র বিরুদ্ধে লড়াইয়ে দেশটিকে সহায়তার অঙ্গীকার করেছেন তিনি।
এদিকে সাউথ চায়না মর্নিং পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, কাজাখস্তানে বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে লড়াইয়ে সে দেশের পাশে থাকবে চীন। কাজাখ কর্তৃপক্ষও সাম্প্রতিক গণবিক্ষোভের জন্য বিদেশি হস্তক্ষেপের দিকে ইঙ্গিত করেছে। যদিও স্পষ্ট করে কোনো দেশের নাম জানায়নি তারা।
গতকাল স্থানীয় সময় সোমবার কাজাখস্তানের পররাষ্ট্রমন্ত্রী মুখতার তেলুবের্দির সঙ্গে ফোনে কথা বলেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। চীনের পররাষ্ট্রমন্ত্রী আশ্বাস দিয়েছেন, তিন অশুভ শক্তির বিরুদ্ধে কাজাখস্তান সরকারকে সহায়তা দেবে চীন। অশুভ তিন শক্তি বলতে সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ এবং ধর্মীয় চরমপন্থা বোঝানো হয়েছে।
এরই মধ্যে কাজাখস্তানকে সামরিক সহায়তা দিচ্ছে রাশিয়া। অবশ্য পরিস্থিতি বেগতিক দেখে কাজাখস্তান সরকার সাহায্যের আবেদনের পরই রাশিয়া সাড়া দিয়েছে।