টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান
স্পোর্টস ডেস্ক : ১২তম এশিয়া কাপের ফাইনালে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।
শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটিতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক মিসবাহ উল হক। যাতে পূর্ণ শক্তি নিয়েই খেলবে পাকিস্তান। শঙ্কায় থাকা আফ্রিদি ও উমর গুলরাও খেলবেন। পূর্ণ শক্তি নিয়ে খেলবে শ্রীলঙ্কাও। প্রসঙ্গত, পাকিস্তান এশিয়া কাপের গেল আসরে বাংলাদেশকে দুই রানে হারিয়ে দ্বিতীয় বারের মতো মহাদেশীয় টুর্নামেন্টটির শিরোপা জিতেছিল।
পাকিস্তান দল: শারজিল খান, আহমেদ শেহজাদ, মোহাম্মদ হাফিজ, মিসবাহ উল হক, উমর আকমল, ফাওয়াদ আলম, শহিদ আফ্রিদি, মোহাম্মদ তালহা, উমর গুল, সাঈদ আজমল ও জুনাইদ খান।
শ্রীলঙ্কান দল: কুশল পেরেরা, লাহিরু থিরিমান্নে, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়বর্ধনে, আশান প্রিয়াঞ্জন, অ্যাঞ্জোলো ম্যাথুস, চতুরঙ্গ ডি সিলভা, তিসারা পেরেরা, সচিত্র সেনানায়েক, সুরাঙ্গা লাকমল ও লাসিথ মালিঙ্গা।