অভিনেত্রী শিমুর স্বামী ও তাঁর বন্ধুকে নিয়ে অভিযানে পুলিশ
ঢালিউড অভিনেত্রী রাইমা ইসলাম শিমুর (৪৫) মরদেহ উদ্ধারের ঘটনায় তাঁর স্বামী সাখাওয়াত আলী নোবেল এবং তাঁর বন্ধু ফরহাদকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করে অভিযান চালাচ্ছে পুলিশ।
এর আগে সোমবার দিবাগত রাতে র্যাব তাঁদের জিজ্ঞাসাবাদ শেষে আটক করে। পরে তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করেছে। তাঁদের কাছ থেকে একটি গাড়ি উদ্ধার করা হয়েছে, গাড়িটিতে রক্তের চিহ্ন আছে। দুজনকে জিজ্ঞাসাবাদ করে অভিযান চালাচ্ছে পুলিশ। দুপুর ২টার দিকে ঢাকা জেলার পুলিশ সুপার এই হত্যার তদন্ত এবং এর ব্যাপারে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছে পুলিশের একটি সূত্র।
ঢাকা জেলার পুলিশ সুপার মারুফ হোসেন সরদার বলেন, এ ঘটনায় নিহত শিমুর স্বামী সাখাওয়াত আলী নোবেল এবং তাঁর বন্ধু ফরহাদকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যার বেশ কিছু আলমত ও তথ্য পাওয়া গেছে। সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে। তিনি জানান, সোমবার রাতেই শিমুর ভাই শহীদুল ইসলাম খোকন বাদী হয়ে কলাবাগান থানায় ছয়জনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন।