বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » ভারতে বিধানসভা নির্বাচন: অখিলেশের প্রচারে যাবেন মমতা

ভারতে বিধানসভা নির্বাচন: অখিলেশের প্রচারে যাবেন মমতা 

235843akhilesh_kalerkantho_pic

ভারতের উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে বিজেপিকে হারাতে সেখানকার সব আসনেই অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির (এসপি) নেতৃত্বাধীন জোটকে সমর্থন করবেন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসপির হয়ে তিনি সে রাজ্যে ভোটের প্রচারেও যাবেন। আজ মঙ্গলবার কালীঘাটে মমতার সঙ্গে বৈঠকের পর এই দাবি করেছেন অখিলেশের দূত কিরণময় নন্দ।

ভোটের লড়াইয়ে তৃণমূলনেত্রীর কাছে বিজেপির পর্যুদস্ত হওয়ার প্রসঙ্গ তুলে কিরণময় বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় শুধু মুখ্যমন্ত্রী নন, শুধু তৃণমূলের নেত্রী নন, গোটা দেশে বিজেপির বিরুদ্ধে জাতীয় মুখ।’ আগামী ৮ ফেব্রুয়ারি মমতা উত্তরপ্রদেশের বিধানসভা ভোটের প্রচারে যাবেন বলেও জানান তিনি। সমাজবাদী পার্টির নেতার দূত আরো বলেন, ‘অখিলেশ বিজেপিকে হারাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহায্য চেয়েছিলেন। মমতা নিজেই সময় দিয়েছেন।’ তাঁর দাবি, অখিলেশ ইতিমধ্যেই মমতার সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন।

৮ ফেব্রুয়ারি লখনৌতে গিয়ে এসপির দপ্তরে মমতা-অখিলেশ যৌথভাবে ভার্চুয়াল সভা এবং সংবাদ সম্মেলন করবেন বলে জানান কিরণময়। সেই সঙ্গে তিনি জানান, পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচনীকেন্দ্র বারাণসীতেও একইভাবে যৌথ ভার্চুয়াল সভা আর সংবাদ সম্মেলন করবেন মমতা-অখিলেশ।

পাঞ্জাবে এএপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ভগবন্ত মান: আজ আম আদমি পার্টি (এএপি) পাঞ্জাবে তাঁদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। সেখানে ভগবন্ত মানকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে তুলে ধরা হয়েছে। মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী বাছাই করতে এসএমএসের মাধ্যমে ভোট নেয় এএপি। দলটির নেতা অরবিন্দ কেজরিওয়াল জানান, এসএমএসের মাধ্যমে ২২ লাখ জবাব পেয়েছে এএপি। এর ভিত্তিতেই ভগবন্তকে বেছে নেওয়া হয়।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone