টেক্সাসের জিম্মিকারী এমআই ফাইভের পরিচিত ছিলেন
যুক্তরাষ্ট্রের সিনাগগে (ইহুদি উপাসনালয়) চার ব্যক্তিকে জিম্মি করা ব্রিটিশ নাগরিক মালিক ফয়সাল আকরাম তার দেশের গোয়েন্দা সংস্থা এমআই ফাইভের কাছে পরিচিত ছিলেন। গোয়েন্দা সংস্থাটি মালিকের বিষয়ে আগেও তদন্ত চালিয়েছিল।
ইংল্যান্ডের ল্যাঙ্কাশায়ারের ব্ল্যাকবার্নের বাসিন্দা মালিক ফয়সাল আকরামের (৪৪) বিষয়ে ২০২০ সালের শেষের দিকে তদন্ত করেছিল এমআই ফাইভ। তবে তিনি সম্প্রতি যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে তার বিষয়ে আর নতুন করে কোনো ঝুঁকি পায়নি গোয়েন্দা সংস্থাটি।
টেক্সাসের ডালাসের কাছের কলিভিল শহরের কংগিগ্রেশন বেথ ইসরায়েল নামের সিনাগগে গত শনিবার সকালে সাবাথের প্রার্থনার সময় জিম্মি ঘটনা শুরু হয়। চার জিম্মিই শেষ পর্যন্ত অত অবস্থায় মুক্তি পান। তবে দশ ঘণ্টা পর জিম্মিকারী মালিক পুলিশের অভিযানে নিহত হন।
মালিক ফয়সাল আকরাস ঘটনার এক পর্যায়ে সন্ত্রাসের দায়ে যুক্তরাষ্ট্রে কারাভোগরত পাকিস্তানি স্নায়ুরোগবিশারদ আফিয়া সিদ্দীকির মুক্তি দাবি করেছিলেন। আফিয়া আফগানিস্তানে বন্দি থাকার সময় মার্কিন সামরিক কর্মকর্তাদের হত্যাচেষ্টার অপরাধে ৮৬ বছরের কারাদণ্ড ভোগ করছেন।
মালিকের এক ভাই গুলবার জিম্মি ঘটনার জন্য ভুক্তভোগীদের কাছে দুঃখ প্রকাশ করে বলেছেন, তার ভাই মানসিক সমস্যায় ভুগছিলেন।