গভীর সংকটে দেশ নয়, বিএনপি : যোগাযোগ মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক : গভীর সংকটে দেশ নয়, বিএনপি। ৯টি সিটি কর্পোরেশনের সাতটিতে জিতে বিএনপি আন্দোলনে সফল হয়নি। দেশ গভীর সংকটে নিমজ্জিত-বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।
উপজেলা নির্বাচনের পরও তারা আন্দোলনে সফল হবে না বলে মন্তব্য করে মন্ত্রী বলেন, মরা গাঙ্গে আর জোয়ার আসবে না। বিএনপির আন্দোলনের বিজয়ের রেকর্ড নেই। তাদের আন্দোলনের শক্তি আছে বলে আমার মনে হয়না।
শনিবার সকাল সাড়ে ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেইন প্রকল্পের ফেনীর অংশের চলমান কাজের অগ্রগতি পরিদর্শন শেষে স্থানীয় লেমুয়া ব্রীজ এলাকায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
যোগাযোগ মন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ২৩ টি ব্রিজের মধ্যে ১৫ টি নির্মাণ করেছি।
চার লেইন প্রকল্পের দৃশ্যমান ১৯২ কিলোমিটার কাজের মধ্যে ৫০ কিলোমিটার কাজ শেষ করেছি।
গত ৩ মাসে রাজনৈতিক অস্থিরতার কারণে প্রকল্পের ঠিকাদারী প্রতিষ্ঠান চায়না-হাইড্রো কোম্পানি কাজ করতে সাহস পায়নি। এই কারণে চলতি বছরের জুনের মধ্যে কাজ শেষ করা যাবে না।
আগামী ডিসেম্বরের মধ্যে চার লেইন প্রকল্পের কাজ শেষ হবে বলে আশা করছি।