বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » বিনোদন » প্রবেশপত্র ছাড়া এফডিসিতে কাউকে ঢুকতে দেওয়া হবে না

প্রবেশপত্র ছাড়া এফডিসিতে কাউকে ঢুকতে দেওয়া হবে না 

135005Untitled-1_copy

আসন্ন শিল্পী সমিতির নির্বাচন ঘিরে বিশৃঙ্খলা এড়াতে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর)।

মঙ্গলবার সন্ধ্যায় এফডিসিতে যান অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক হারুন অর রশিদ।
সেখানে গিয়ে তিনি বলেন, ‌‌‌‌‌‍’নির্বাচনে দুই প্যানেলের প্রার্থীদেরই অভিযোগ, এখানে বহিরাগতরা এসে মহড়া দিচ্ছে, মাস্তানি করছে। নির্বাচনী পরিবেশ বানচালের চেষ্টা করছে।’
এ সময় নির্বাচন কমিশনের সঙ্গেও আলাপ করেন অতিরিক্ত ডিআইজি। বহিরাগত অস্ত্রধারীদের ঠেকাতে প্রশাসন সহায়তা করবে বলে নির্বাচন কমিশনকে আশ্বস্ত করেন।
২৮ জানুয়ারি নির্বাচনের সময় কী পরিমাণ পুলিশ মোতায়েন করা হবে? এমন প্রশ্নের জবাবে হারুন অর রশিদ বলেন, ‘নির্বাচন কমিশন যেভাবে সহায়তা চাইবে, প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে।’
মঙ্গলবার সন্ধ্যায় পরিচয়পত্রহীন ও বহিরাগতদের এফডিসি থেকে বের করে দেওয়া হয়।
শিল্পী সমিতির নির্বাচন পরিচালনার জন্য প্রধান নির্বাচন কমিশনার মনোনীত হয়েছেন পীরজাদা হারুন। পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘তেজগাঁও জোনের পুলিশ কর্মকর্তা ও নির্বাচনে অংশ নেওয়া দু’পক্ষের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নিয়েছি, বুধবার থেকে কোনো বহিরাগত এফডিসিতে প্রবেশ করতে পারবে না। এফডিসিতে প্রবেশ করতে হলে বৈধ প্রবেশপত্র লাগবে।’

নির্বাচনে গণমাধ্যমকর্মীদের প্রবেশের জন্য কমিশন থেকে আলাদা পরিচয়পত্র প্রদান করা হবে বলেও জানান তিনি।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone