বিধ্বস্ত বিমানে কোনো বাংলাদেশি ছিল না
ডেস্ক রিপোর্ট : বিধ্বস্ত হওয়া মালয়েশিয়ান এয়ারলাইনসের বিমানটিতে বাংলাদেশি কোনো নাগরিক ছিল না।
শনিবার এয়ারলাইনস কর্তৃপক্ষের দেওয়া তালিকার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
ভিয়েতনাম নৌবাহিনীর এক পদস্থ কর্মকর্তার উদ্ধৃতির বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, নিখোঁজ হওয়া বিমানটি বিধ্বস্ত হয়ে দক্ষিণ চীন সাগরে পড়েছে। বিমানে থাকা যাত্রী ও ক্রুদের ভাগ্যে কী ঘটেছে, তা জানা যায়নি। চীন ও মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এই প্রতিবেদনের সত্যতা নিশ্চিত করা হয়নি।
মালয়েশিয়ান এয়ারলাইনস কর্তৃপক্ষ জানায়, বিমানটিতে যাত্রী হিসেবে চীনের ১৫২ জন, মালয়েশিয়ার ৩৮ জন, ইন্দোনেশিয়ার ১২ জন, অস্ট্রেলিয়ার সাতজন, যুক্তরাষ্ট্রের তিনজন, ফ্রান্সের তিনজন, নিউজিল্যান্ডের দুজন, ইউক্রেনের দুজন, কানাডার দুজন, ইতালির একজন, তাইওয়ানের একজন, নেদারল্যান্ডসের একজন ও অস্ট্রিয়ার একজন নাগরিক ছিলেন। এ ছাড়া যাত্রীদের সঙ্গে একটি মার্কিন ও একটি চীনা শিশুও ছিল।
স্থানীয় সময় গতকাল শুক্রবার দিবাগত রাত ২ টা ৪০ মিনিট থেকে মালয়েশিয়ান এয়ারলাইনসের ফ্লাইট এমএইচ-৩৭০ নিখোঁজ হয়। বোয়িং বি৭৭৭-২০০ বিমানটিতে ২২৭ জন যাত্রী ও ১২ জন ক্রু ছিলেন। বিমানটি কুয়ালালামপুর থেকে বেইজিং যাচ্ছিল। স্থানীয় সময় শনিবার সকাল সাড়ে ৬টায় বিমানটির বেইজিংয়ে অবতরণের কথা ছিল।