মুম্বাইয়ে ২০ তলা ভবনে আগুন, নিহত সাত আহত ১৫
ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে ২০ তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে সাতজনের প্রাণহানি ঘটেছে এবং আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।
স্থানীয় সময় শনিবার সকাল ৭টার দিকে মুম্বাইয়ের তারদেও এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জানা গেছে, মুম্বাইয়ের গান্ধী হাসপাতালের বিপরীতে ২০ তলা ভবনের ১৮ তলায় আগুন লেগেছে।
বিজ্ঞাপন
মুম্বাইয়ের মেয়র কিশোরি পেড়নেকর বলেছেন, আবাসিক ২০তলা ভবনটির ছয়জন বয়স্ক বাসিন্দার অক্সিজেন সহায়তার দরকার হচ্ছে। তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে প্রচুর ধোঁয়া উঠছে। ভবনে আটকেপড়া সবাইকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
Posted in: আর্ন্তজাতিক