বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » ইয়েমেনের কারাগারে সৌদি হামলা, নিন্দা জানাল জাতিসংঘ

ইয়েমেনের কারাগারে সৌদি হামলা, নিন্দা জানাল জাতিসংঘ 

142751yemenJPG800x483

ইয়েমেনের একটি কারাগারে সৌদি নেতৃত্বাধীন জোটের হামলায় অন্তত ৭০ জন নিহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ। ইয়েমেনের হুতি বিদ্রোহী নিয়ন্ত্রিত সাদা এলাকার ওই কারাগারে স্থানীয় সময় শুক্রবার হামলা করে সৌদি নেতৃত্বাধীন জোট।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, ইয়েমেনে উত্তেজনার অবসান হওয়া দরকার।

হুতি বিদ্রোহীদের সঙ্গে ২০১৫ সাল থেকে যুদ্ধ করছে সৌদি নেতৃত্বাধীন জোট।

বিজ্ঞাপন

তাতে লাখ লাখ মানুষ হতাহতের ঘটনা ঘটেছে। তার মধ্যে ১০ হাজারের বেশি শিশু রয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কোটি কোটি মানুষ তাদের ঘরবাড়ি হারিয়েছে। দেশটির বেশিরভাগ মানুষ এখন দুর্ভিক্ষের মুখোমুখি।

সৌদি জোট শুক্রবার বিমান হামলা চালানোর কয়েক ঘণ্টা পরেও উদ্ধার কর্মীরা ধ্বংসস্তূপের ভেতর থেকে মরদেহ বের করছিলেন। যতই সময় যাচ্ছে, সেখানে জীবিত কাউকে খুঁজে পাওয়ার আশা কমে যাচ্ছে।

শুক্রবারের ওই হামলায় ঠিক কতজন নিহত হয়েছে, সঠিকভাবে তা বলা মুশকিল। তবে মেডিসে সঁ ফ্রঁতিয়ে (এমএসএফ) জানিয়েছে, হামলায় অন্তত ৭০ জন নিহত হয়েছে। নিহতের সংখ্যা আরও বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে।

এমএসএফ আরো জানিয়েছে, একটি হাসপাতালেই অন্তত ২০০ জন আহত ব্যক্তিকে ভর্তি করা হয়েছে।

জাতিসংঘ মহাসচিবের পাশাপাশি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন উত্তেজনা নিরসনের জন্য সৌদি জোটের প্রতি আহ্বান জানিয়েছেন।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone