তারেক জঙ্গিবাদ ও দুর্নীতির প্রতীক : হাছান মাহমুদ
প্রধান প্রতিবেদক : আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, তারেক রহমানকে স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক বলে বিএনপির নেতারা জাতির সঙ্গে উপহাস করছেন। আমি বলব তারেক রহমান হচ্ছে সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতির প্রতীক।
শনিবার দুপুরে রাজধানীর সেগুন বাগিচায় বীরউত্তম খাজা নিজামুদ্দিন মিলনায়তনে “ডিজিটাল বাংলাদেশ গড়ায় পল্লী চিকিৎসকদের ভূমিকা ও চলমান রাজনীতি” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বঙ্গবন্ধু পল্লী চিকিৎসক একাডেমী এ আলোচনা সভার আয়োজন করে।
হাছান মাহমুদ বলেন, তারেক রহমানের নেতৃত্বে এর আগে সারাদেশে ৫০০ স্থানে বোমা ফাটিয়েছে। ২১ আগস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা চালানো হয়েছে।
তিনি বলেন, বদরুদ্দোজা চৌধুরী জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, বিএনপি নেতারা প্রায়ই এ দাবি করে থাকেন। এটা আসলে সত্য। কারণ, জিয়াউর রহমান যখন হত্যাকাণ্ডের শিকার হন তখন তার পাশের রুমেই ছিলেন বদরুদ্দোজা চৌধুরী। অথচ তার গায়ে ও রুমের দরজায় একটাও গুলি লাগেনি। এতেই প্রমাণিত হয় তিনি এর সঙ্গে জড়িত ছিলেন।
বঙ্গবন্ধু পল্লী চিকিৎসক একাডেমীর উপদেষ্টা চিত্ত রঞ্জন দাসের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, বঙ্গবন্ধু পল্লী চিকিৎসক একাডেমীর সভাপতি সেলিম বাচ্চু, সংগঠনের উপদেষ্টা হুমায়ুন কবির মিজি প্রমুখ।