বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » বিনোদন » ১০০ কোটি পারিশ্রমিক হাঁকছেন আল্লু অর্জুন

১০০ কোটি পারিশ্রমিক হাঁকছেন আল্লু অর্জুন 

1652231616927932_allu-bg

আরিয়া’, ‘বেদাম’, ‘রেস গুরাম’, ‘আলা বৈকুণ্ঠপুরামুলু’র মতো ছবির কল্যাণে আগে থেকেই দক্ষিণ ভারতের মানুষের কাছে ব্যাপক জনপ্রিয় আল্লু অর্জুন। ‘পুষ্পা—দ্য রাইজ’ তাঁর সেই জনপ্রিয়তাকে সারা ভারতে ছড়িয়ে দিয়েছে। ১৭ ডিসেম্বর মুক্তির পর প্রায় ৩৫০ কোটি রুপি আয় করেছে ছবিটি। ১৪ জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইমে মুক্তির পর সেটা ছড়িয়ে পড়েছে সারা দুনিয়ায়।

বিজ্ঞাপন

একের পর এক ছবিতে অভিনয়ের প্রস্তাব পাচ্ছেন অভিনেতা। এই সুযোগে নিজের পারিশ্রমিক বাড়িয়েছেন তিনি।

শোনা যাচ্ছে, আলোচিত তামিল পরিচালক অ্যাট লির পরের ছবিতে ১০০ কোটি রুপি পারিশ্রমিক হেঁকেছেন তিনি! লিসা প্রডাকশনের ব্যানারে নাম ঠিক না হওয়া ছবিটি বানাবেন অ্যাট লি। ‘বাহুবলী’, ‘পুষ্পা’র মতো ছবিটি একই সঙ্গে ভারতের বিভিন্ন আঞ্চলিক ভাষায় মুক্তি পাবে। সেই ছবির জন্যই প্রস্তাব গিয়েছিল আল্লু অর্জুনের কাছে। তবে এ নিয়ে অভিনেতা, পরিচালক বা প্রযোজনা সংস্থার বক্তব্য পাওয়া যায়নি।

kalerkanthoআল্লু অর্জুনের এই ভঙ্গি এতই জনপ্রিয় হয়েছে যে অজি ক্রিকেটার ডেভিড ওয়ার্নার টিকটক ভিডিওতে এই ভঙ্গি নকল করেছেন। বাংলাদেশের ক্রিকেটার নাজমুল ইসলাম অপু উইকেট পাওয়ার পর আগে নাগিন ড্যান্স দিতেন, বিপিএলে তাকে দেখা গেল আল্লু অর্জুনের এই ভঙ্গি নকল করতে
এদিকে ‘পুষ্পা’য় আল্লু অর্জুনের গলায় ছুরি চালানোর  বিশেষ ভঙ্গি এখন ভাইরাল অন্তর্জালে। সেই ভঙ্গির অনুকরণ করে অনেকেই ভিডিও পোস্ট করেছেন। যার মধ্যে অন্যতম অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। ‘পুষ্পা’র জনপ্রিয় ‘শ্রীভল্লি’ গানের তালে নেচে বাজিমাত করেছেন তিনি। গানের শেষে তাকেও দেখা যায় পুষ্পরাজের গলায় ছুরি চালানোর ভঙ্গি নকল করতে। বাংলাদেশ ক্রিকেট লিগের [বিপিএল] চলতি আসরে স্পিনার নজমুল অপুও উইকেট পাওয়ার পর একই ভঙ্গি করেছেন।

kalerkantho‘পুষ্পা—দ্য রাইজ’ ছবিতে আল্লু অর্জুনের সঙ্গে রাশমিকা মানদানা
‘পুষ্পা’র কল্যাণে দুর্দান্ত এক বছর কাটানো আল্লু এখন পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন।
এদিকে ‘পুষ্পা’য় না থেকেও ব্যাপক জনপ্রিয় হয়েছেন বলিউড অভিনেতা শ্রেয়াস তালপাড়ে। ছবির হিন্দি সংস্করণে আল্লু অর্জুনের ডাবিং করেন তিনি। যা অনেকটাই আল্লুর সঙ্গে মিলে গেছে। মানুষের এত ভালোবাসা পেয়ে আপ্লুত শ্রেয়াস লিখেছেন, ‘আমি সত্যিই অভিভূত, এতটা সাড়া পাব ভাবিনি। ’

kalerkantho‘পুষ্পা—দ্য রাইজ’-এর হিন্দি সংস্করণে আল্লু অর্জুনের কণ্ঠ দিয়েছেন বলিউড অভিনেতা শ্রেয়াস তালপাড়ে
‘পুষ্পা ২’ ছাড়াও আল্লুর হাতে এখন আছে ‘এএ২১’ ও ‘আইকন’ নামে দুটি ছবি। অভিনয় ছাড়া বিলাসবহুল গাড়ি কেনার নেশা আছে তাঁর। প্রায় প্রতিবছর ২ থেকে ৫ কোটি মূল্যের গাড়ি কেনেন তিনি।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone