মা হতে চান সানি লিওনি
বিনোদন ডেস্ক : ইন্দো-কানাডিয়ান পর্নোতারকা হিসেবে পরিচিত বলিউডি অভিনেত্রী সানি লিওনি মা হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তবে বর্তমানে তিনি বলিউডে তার ক্যারিয়ার প্রতিই বেশি নজর দিচ্ছেন বলে জানিয়েছেন।
ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানায়, ২০১১ সালে ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে গাঁটছড়া বাঁধেন লিওনি। তিনি জানান সন্তান হওয়ার পরও নারীরা তাদের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত থাকছে। আর তাই ব্যস্ততার মধ্যে হলেও তিনি মা হতে চান।
লিওনি বলেন, “আমি বিবাহিত আর তাই আমি মা-ও হতে চাই। এখনকার যুগে সব নারীই সন্তান হওয়ার পরও নিজেদের কাজে মন দেন। এটি অবশ্য যার যার ব্যাপার।”
লিওনি আরও বলেন, “আমি মা হতে চাই। তবে কবে, তা আমি জানি না। আমি বর্তমানে আমার জীবনের সবচাইতে সুন্দর এবং গুরুত্বপূর্ণ সময় পার করছি। আমার যদি একটি সন্তান হয়, তাহলে তা হবে সত্যিই অসাধারণ। এটি কবে হবে তা আমি জানি না।”
বেশিরভাগ অভিনেত্রীরা বিয়ের আগেই অভিনয় জগতে পা রাখেন। লিওনির ক্ষেত্রে ঘটেছে তার উল্টো।
এ বিষয়ে তিনি বলেন, “আমি একজন অভিনেত্রী। আমি বিবাহিত বা আমার সন্তান আছে কি না, এটি এখানে মূল বিষয় নয়। তবে আমার স্বামী এবং আমার পরিবার আমাকে সবসময়ই অনেক বেশি সহযোগিতা করে থাকে। এ দিক থেকে আমি খুবই ভাগ্যবান।”
৩২ বছর বয়সী অভিনেত্রী লিওনি সেলিব্রিটি টিভি রিয়ালিটি শো ‘বিগ বস’ সিজন ফাইভের মধ্য দিয়ে ভারতীয় টিভি এবং চলচ্চিত্র অঙ্গনে আসেন। ওই শোটির সময়ই তিনি তার প্রথম বলিউডি সিনেমা ‘জিসম টু’-এর প্রস্তাব পান।
‘জিসম টু’-এর মধ্য দিয়ে বলিউডে পা রাখার পর আলোচিত ওই অভিনেত্রী ‘জ্যাকপট’, ‘রাগিনি এমএমএস টু’-এর মতো সিনেমাগুলোতে কাজ করেছেন। বর্তমানে তিনি ব্যস্ত সময় কাটাচ্ছেন তার পরবর্তী বলিউডি সিনেমা ‘টিনা অ্যান্ড লোলো’-র শুটিংয়ে। বলিউডে অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চাইলেও পর্নোতারকা খ্যাতির জন্য বেশ সমালোচিতও হতে হয়েছে তাকে।
লিওনি অভিনীত হরর বলিউডি সিনেমা ‘রাগিনি এমএমএস টু’ মুক্তি পাবে ২১ মার্চ।