জার্মানির হাইডেলবার্গে বন্দুকধারীর হামলায় কয়েকজন আহত
জার্মানির হাইডেলবার্গে সোমবার দুপুরে এক বন্দুক হামলার ঘটনায় বন্দুকধারী নিহত ও কয়েকজন আহত হয়েছে। একমাত্র হামলাকারী ব্যক্তিটি কয়েকজনকে আহত করার পর পুলিশের গুলিতে নিহত হয়।
পুলিশ বলেছে, বিশ্ববিদ্যালয় শহর হাইডেলবার্গের এক লেকচার হলে হামলার ঘটনা ঘটে।
এক সংক্ষিপ্ত বিবৃতিতে পুলিশ বলেছে, হামলাকারী নিহত হয়েছে।
এতে ঘটনার বিশদ বিবরণ দেওয়া হয়নি। তবে ‘বিল্ড’ পত্রিকা অনলাইনে খবর দিয়েছে, বন্দুকধারী এক পর্যায়ে নিজের অস্ত্রে আত্মহত্যা করে।
পুলিশ এর কিছু সময় আগে লোকজনকে শহরের নিউনহাইমার ফেল্ড এলাকা এড়িয়ে চলতে পরামর্শ দিয়েছিল। শহরের বিশ্ববিদ্যালয়টি ওই এলাকায়ই অবস্থিত। কতজন আহত হয়েছে বা তাদের আঘাত কতটা গুরুতর পুলিশ তা নির্দিষ্ট করে বলেনি।
হাইডেলবার্গ শহরের অবস্থান ফ্রাংকফুর্টের দক্ষিণে। এর অধিবাসীর সংখ্যা প্রায় এক লাখ ৬০ হাজার। শহরের বিশ্ববিদ্যালয়টি জার্মানির সবচেয়ে বিখ্যাতগুলোর একটি।