লাউয়াছড়ার বন থেকে খুলি, হাড় ও শাড়ি উদ্ধার
সোহেল আহমেদ মাধবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশিদ আলীর ভাগনে। তাঁর বাবার নাম মানিক মিয়া।
স্থানীয় লোকজন ও কমলগঞ্জ থানা–পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বিকেলে ফুলবাড়ি চা–বাগানের চা–শ্রমিক বনো বাউরী ও তাঁর স্ত্রী জঙ্গলে ছন কাটতে গিয়ে দেখতে পান, একটি গাছে শাড়ি ঝুলানো। পরে স্থানীয় কয়েকজনকে সঙ্গে নিয়ে গিয়ে দেখতে পান, মাটিতে মাথার খুলি ও কয়েকটি হাড় পড়ে আছে। তাঁরা বিষয়টি থানা-পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যার পর শাড়ি, মাথার খুলি ও হাড় উদ্ধার করে।
মাধবপুরের ইউপি চেয়ারম্যান আশিদ আলীর বড় ছেলে শাহ আলম বলেন, তাঁর ফুফু হাজেরা বেগম গত ২৯ জুলাই নিখোঁজ হওয়ার পর কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।
কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা বলেন, মাথার খুলি ও হাড়গুলো কার ডিএনএ পরীক্ষার পর শনাক্ত করা যাবে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।