বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » হাতিরঝিলের আদলে হবে জগন্নাথপুরের নলজুর সেতু

হাতিরঝিলের আদলে হবে জগন্নাথপুরের নলজুর সেতু 

বিজ্ঞাপন

জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব বলেন, সেতুটি বাস্তবায়িত হলে শহরের যানজট নিরসনের পাশাপাশি পৌর শহরের সৌন্দর্য বাড়াবে। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত সেতুটি জেলা শহর সুনামগঞ্জ ও বিভাগীয় শহরে যাতায়াতে ব্যবহৃত হবে। এতে নাগরিকেরা উপকৃত হবেন।

সুনামগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাহবুব আলম প্রথম আলোকে বলেন, প্রকল্পটি গত বছরের ২৩ নভেম্বর একনেকে অনুমোদন পায়। গতকাল প্রাক্কলন অনুমোদন হয়। আগামী এক মাসের মধ্যে দরপত্র আহ্বানের মাধ্যমে কাজ শুরু করা যাবে বলে তিনি আশাবাদী।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone