তিন কেন্দ্রে ৯৮ শতাংশ ভোট পড়ার সত্যতা মিলেছে, আবার ভোটের নির্দেশ
জেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন, তদন্তে অভিযোগ প্রমাণ হওয়ায় ইসি ওই তিন কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের নির্দেশসংক্রান্ত চিঠি পেয়েছেন। চিঠির নির্দেশনা অনুযায়ী, তিন কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের সব ব্যবস্থা করা হবে।
ইসির নির্বাচন পরিচালনা-২–এর উপসচিব মো. আতিয়ার রহমানের সই করা চিঠিতে বলা হয়েছে, ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত জামালপুর সদর উপজেলার তুলসীরচর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্রের নির্বাচন বাতিল করে তিনটি কেন্দ্রে চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্য পদে আগামী ৭ ফেব্রুয়ারি পুনরায় ভোট গ্রহণের নির্দেশ দেওয়া হলো।
গত ১৯ নভেম্বর প্রথম আলোর প্রথম পাতায় ‘৩ কেন্দ্রে গড়ে ৯৮% ভোট’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এই প্রতিবেদনের পর ২৪ নভেম্বর তুলসীরচর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে ৯৬ থেকে ৯৯ শতাংশ ভোট পড়া, ব্যালট পেপার খোয়া যাওয়া, নৌকার প্রার্থী মো. শহিদুল্লাহ ও তাঁর কর্মীদের প্রিসাইডিং কর্মকর্তাকে আটকে নতুন ফলাফল শিট তৈরি করার বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছিল ইসি। ময়মনসিংহের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে এসব অভিযোগ সরেজমিন তদন্ত করে সাত কার্যদিবসের মধ্যে সচিবালয়ের নির্বাচন সহায়তা-২ শাখায় পাঠানোর নির্দেশ দিয়েছিল ইসি।