ডেলটার বিরুদ্ধে সুরক্ষা দেবে অমিক্রন, তবে…
অমিক্রন মোকাবিলায় টিকা কাজে লাগে—এ রকম একটি গবেষণা প্রসঙ্গে এই কথা বলেন ডব্লিউএইচওর প্রধান বিজ্ঞানী।
গবেষণাটিতে দেখা যায়, টিকা নেওয়া ব্যক্তিদের মধ্যে অমিক্রনে সংক্রমিত ব্যক্তিদের ডেলটার বিরুদ্ধে প্রতিরোধ গড়ার ক্ষমতা অনেকটা বেড়ে গেছে, তবে যাঁরা টিকা নেননি, তাঁদের ক্ষেত্রে তা হয়নি।
গবেষকেরা এই প্রবণতার আলোকে করোনা মহামারি নিয়ে আশার কথা বলছেন। তাঁরা মনে করছেন, অমিক্রনের সংক্রমণ ডেলটার পুনরায় সংক্রমণের পথ বন্ধ করে দিচ্ছে। ফলে করোনার অধিকতর প্রাণঘাতী ধরন হিসেবে পরিচিতি পাওয়া ডেলটার সংক্রমণের দিন শেষ হয়ে আসছে।
এ কারণে গবেষকেরা অধিকসংখ্যক মানুষকে টিকা দেওয়ার ওপর জোর দিচ্ছেন।
তবে যাঁরা টিকা নেননি, তাঁরা অমিক্রনে সংক্রমিত হলেও ডেলটার বিরুদ্ধে অতিরিক্ত সুরক্ষার সুবিধা পাবেন না।
গবেষণা নিবন্ধটি শিগগির স্বাস্থ্যবিজ্ঞান–বিষয়ক মার্কিন ওয়েব জার্নাল মেডআরজিভে প্রকাশিত হবে।