ইন্দোনেশিয়ায় দুই গ্যাংয়ের সংঘর্ষের পর বারে অগ্নিসংযোগ, নিহত ১৯
বিজ্ঞাপন
ওয়েস্ট পাপুয়া পুলিশের মুখপাত্র অ্যাডাম এরউয়িনি মেট্রোটিভিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, বিভিন্ন শহরে তরুণদের মধ্যে সংঘর্ষের ঘটনা স্বাভাবিক। তবে সংঘর্ষকে কেন্দ্র করে এত প্রাণহানির ঘটনা এবারই প্রথম।
অ্যাডাম আরও বলেন, এ অগ্নিসংযোগের ঘটনায় এখনো তদন্ত চলছে।
ইন্দোনেশিয়ার জাতীয় পুলিশের মুখপাত্র দেদি প্রাসেতিয়ো আলাদা করে জানিয়েছেন, আজ সংঘর্ষে জড়ানো প্রতিদ্বন্দ্বী গ্যাংগুলো পার্শ্ববর্তী দ্বীপ মালুকো থেকে এসেছিল।
Posted in: আর্ন্তজাতিক