বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » বিনোদন » চলছে ঢাকা থিয়েটার মঞ্চের নাট্যমেলা

চলছে ঢাকা থিয়েটার মঞ্চের নাট্যমেলা 

বিজ্ঞাপন

প্রতিষ্ঠার ৩৩তম বার্ষিকী উপলক্ষে শিল্পকলা একাডেমিতে চার দিনব্যাপী নাট্যমেলার আয়োজন করেছে ঢাকা থিয়েটার মঞ্চ
প্রতিষ্ঠার ৩৩তম বার্ষিকী উপলক্ষে শিল্পকলা একাডেমিতে চার দিনব্যাপী নাট্যমেলার আয়োজন করেছে ঢাকা থিয়েটার মঞ্চ

আলোচনার পর মঞ্চস্থ হয় দৃষ্টিপাত নাট্যদলের নতুন নাটক ‘সে এক স্বপ্নের রাত’। দলের ২৫তম প্রযোজনার নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন খন্দকার তাজমি নূর। নাটকে উঠে এসেছে দুজন মানুষের মনস্তাত্ত্বিক টানাপোড়েন। এ দুজন হলেন অর্ণব আর বেলা। তাঁদের সংসারে টানাপোড়েনের কারণ হয়ে দাঁড়ায় এক শিশি সুগন্ধি। বেলা সেটি উপহার হিসেবে পান তাঁর পুরোনো বন্ধু রাসেলের কাছ থেকে। সেটার ঘ্রাণ ঘরে যতই ছড়িয়ে পড়ে, দুজনের মধ্যে ততই দূরত্ব বাড়ে। এভাবেই এগিয়ে যায় নাটকের গল্প। নাটকে অভিনয় করেন খন্দকার তাজমি নূর, অধরা প্রিয়া, শাফায়েত উল্লাহ, আবদুল হালিম, রফিকুল ইসলাম ও মতিউর রহমান।

দ্বিতীয় দিন বুধবার মঞ্চস্থ হয় ঢাকা থিয়েটার মঞ্চ প্রযোজনা ‘বহিপীর’
দ্বিতীয় দিন বুধবার মঞ্চস্থ হয় ঢাকা থিয়েটার মঞ্চ প্রযোজনা ‘বহিপীর’

নাট্যমেলার দ্বিতীয় দিন আজ বুধবার মঞ্চস্থ হয় ঢাকা থিয়েটার মঞ্চ প্রযোজনা ‘বহিপীর’। সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত নাটকটির বিনির্মাণ ও নির্দেশনা দিয়েছেন আফরিন হুদা তোড়া। আগামীকাল বৃহস্পতিবার মঞ্চায়ন হবে লোক নাট্যদলের নাটক ‘কঞ্জুস’। মলিয়েরের ‘দ্য মাইজার’ অবলম্বনে নাটকটির রূপান্তর করেছেন তারিক আনাম খান। নির্দেশনা দিয়েছেন লিয়াকত আলী লাকী। মেলার শেষ দিন শুক্রবার মঞ্চায়ন হবে ঢাকা থিয়েটার মঞ্চের নাটক ‘বীরসা মুন্ডা’। অলোক দেবের রচনায় নাটকটি নির্দেশনা দিয়েছেন শারমিন হুদা।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone