চরকিতে সিয়াম–বুবলীর ‘টান’ আসছে আজ
প্রথমবারের মতো এই সিনেমার মাধ্যমে একসঙ্গে দেখা যাবে শবনম বুবলী ও সিয়াম আহমেদকে। টিজার ও পোস্টারে তাঁদের দুজনের লুকও ছিল বেশ চোখে পড়ার মতো। টান চিত্রনায়িকা বুবলীর প্রথম ওয়েব ফিল্ম। চরকির সঙ্গে রাফির এটি দ্বিতীয় সিনেমা। সিয়াম ও বুবলী ছাড়া ছবিতে দেখা যাবে সোহেল মণ্ডল, নীলাঞ্জনা নীলা, ফারজানা ছবিকেও।
প্রথমবারের মতো বুবলী ও সিয়াম জুটি হয়ে পর্দায় আসছেন রায়হান রাফির পরিচালনায়। চলচ্চিত্রের পটভূমি কী, জানতে চাইলে পরিচালক জানালেন, রাশেদ (সিয়াম) আর অবনী (বুবলী) এই প্রেমিক জুটি তাদের স্বপ্নের সংসার গোছায়। যখনই সুখগুলো হাতের নাগালে আসতে শুরু করে, অতীতের এক ভুল সামনে এসে দাঁড়ায়। সে ভুল একটানে তছনছ করে দেয় তাদের সুখের সংসারকে। এভাবেই এগিয়ে যায় এই চলচ্চিত্রের গল্প।
বুবলীর শুরুটা হয় বসগিরি চলচ্চিত্রে। টানা ১১টি চলচ্চিত্রে কাজ করা বুবলীর জন্য রোমাঞ্চকর একটা ভ্রমণ টান।
তাঁর মতে, এই চলচ্চিত্রে তিনি এমন সব লোকেশনে তিনি কাজ করেছেন, যেখানে আগে কখনো তাঁর যাওয়া হয়নি। বুবলী বললেন, ‘প্রথম চলচ্চিত্র বসগিরি মহরতে বলেছিলাম, গল্পপ্রধান চলচ্চিত্রে কাজ করতে চান। এই চলচ্চিত্রে সেটা চমৎকারভাবে করতে পেরেছি। শুটিংয়ের আগে প্রস্তুতির সময় কম পেলেও কাজটা আমাকে ভীষণ আনন্দ দিয়েছে। চরিত্রটা চ্যালেঞ্জিংও ছিল। তাই কাজ করে ভালো লেগেছে। আমরা প্রায়ই বলে থাকি, গল্পটা অন্য রকম—এই চলচ্চিত্রের গল্প সত্যিই অন্য রকম। গল্পটা আমাকে যখন শোনানো হয়, মনে হয়েছে কাজের সুযোগ অনেক বেশি। অনেক প্র্যাকটিক্যাল ইস্যুও এখানে তুলে ধরা হয়েছে।’
সিয়ামের মতে, এই চলচ্চিত্র তাঁকে একেবারে নতুনভাবে দর্শকের সামনে উপস্থাপন করবে। টিজার প্রকাশের পর দর্শকের সাড়া ঢালিউডের এই তরুণ নায়ককে তাই ভীষণ আশাবাদী করেছে। সিয়াম বলেন, ‘টান এ বছরে আমার প্রথম সিনেমা। সিনেমাটিতে আমাদের অনেকের অনেক প্রথম কিছু নিয়ে নির্মিত হয়েছে। রাফির সঙ্গে আমার এর আগেও কাজ হয়েছে, কিন্তু বুবলীর সঙ্গে আমার সেটে গিয়েই পরিচয়। এরপরও সবাইকে অবাক করে দিয়ে বুবলী অসাধারণ কাজ করেছেন। আমার বিশ্বাস, দর্শক একদম ভিন্ন ধরনের একটি কনটেন্ট দেখবেন।’
পরিচালক রায়হান রাফি বলেন, ‘চরকির সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ। এই সিনেমার গল্পটা নিয়ে আমি প্রথম থেকেই এক্সসাইটেড ছিলাম। আর্টিস্টসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতার কারণে কাজটা অল্প সময়ে শেষ করা সম্ভব হয়েছে। আশা করছি, টান নিয়ে দর্শক হতাশ হবেন না।’ চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘বছরের শুরুতেই আমরা ঘোষণা দিয়েছিলাম যে এ বছর চরকি দর্শকদের অসাধারণ গল্পের কিছু সিনেমা ও সিরিজ উপহার দেবে। প্রথম সিরিজ শাটিকাপ–এ দর্শকদের যে ভালোবাসা পেয়েছি, তাতে আমরা অভিভূত। আশা করছি, প্রথম সিনেমা টানও দর্শকদের মধ্যে এমন সাড়া ফেলবে।’
এই ওয়েব ফিল্মে রয়েছে তিনটি গান। গানগুলো গেয়েছেন কনা, ইমরান, জাহিদ নিরব, মাশা ইসলাম ও মাহমাদুল হাসান।