শেষ হয়েও হয়নি শেষ
নিপুণের অভিযোগ অস্বীকার করে জায়েদ খান বলেন, এটি সম্পূর্ণ বানোয়াট। সুপারভাবে এডিট করা। ইতিমধ্যে আমি সাইবার ক্রাইমে অভিযোগ পাঠিয়েছি। প্রয়োজনে এসবের বিরুদ্ধে আমি মামলা করব। আমি আসলে খুবই হতবাক! এত সুন্দর নির্বাচন করার পরেও এটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। জায়েদ খান আরও বলেন, ‘আমাকে নিয়ে যেসব ফেসবুকে ছড়ানো হচ্ছে, এটা তথ্যসন্ত্রাস। শুধু আমি জায়েদ খান বলেই এসব সহ্য করছি।’
সংবাদ সম্মেলনে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদের জন্য আবার নির্বাচন চাওয়ার বিষয়টিতে একমত পোষণ করেছেন নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন। তিনি বলেছেন, যেহেতু নিপুণ ভিকটিম। সে অভিযোগ করছে, তার পদে আবার নির্বাচন করা হোক। আমিও তার সঙ্গে একমত।’ এ সময় তাঁর সঙ্গে ছিলেন চিত্রনায়ক রিয়াজ, সাইমন সাদিক প্রমুখ। চলচ্চিত্র অভিনয়শিল্পীদের মধ্যে ছিলেন আফজাল শরীফ, জেসমিন, আজাদ খানসহ অনেকে।
ইলিয়াস কাঞ্চন-নিপুণ পরিষদ অভিযোগ করে, ভোট শুরুর আগে থেকেই জায়েদ খান, প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুন ও এফডিসির এমডি নজুহাত ইয়াসমীনের ভূমিকা ছিল রহস্যজনক।
এই সময় নির্বাচন কেন্দ্র করে আরও নানা অভিযোগ তুলে ধরেন ইলিয়াস কাঞ্চন ও নিপুণ পরিষদের সদস্যরা। প্রধান নির্বাচন কমিশনারের উদ্দেশে নিপুণ বলেন, ‘আমি আপনার কাছে অভিযোগ করেছিলাম টাকা লেনদেন হচ্ছে, আপনি আমার কথা শোনেননি। নির্বাচনের সময় আপনি আমাদের একটি ব্যারিকেডের মধ্যে দাঁড় করিয়ে রেখেছিলেন। সেখানে শুধু আমরাই ছিলাম। একবারের জন্যও জায়েদ খান আসেননি। সব নিয়ম কি কাঞ্চন–নিপুণ পরিষদের জন্যই ছিল? আমাদের সংগঠনের নিয়ম, ভোটের মাঠে টাকা আদান–প্রদান করলে ব্যবস্থা নেওয়া হবে। আপনারা কি ব্যবস্থা নিয়েছেন? পীরজাদা হারুন, এফডিসির এমডি, জায়েদ খান একটা গ্যাং। এই চক্র আমাদের বিরুদ্ধে কাজ করেছে। এসবের তদন্ত চাই।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নিপুণ বলেন, ‘আমি চাই আবার নির্বাচন করতে। জায়েদ খানের সাহস থাকলে আবার নির্বাচনে আসুক। আমার পদটিতে কারচুপি করে আমাকে হারিয়ে দেওয়া হয়েছে।’ এ অবস্থায় একটি পদের জন্য ‘আবার নির্বাচন করার সুযোগ আছে কি না কিংবা গঠতন্ত্রে আছে কি না’ জানতে চাইলে নিপুণ বলেন, ‘হ্যাঁ, নির্বাচন কমিশনার চাইলে আবার সম্ভব। প্রয়োজনে আমি এ বিষয়ে ন্যায়বিচার চাইতে আদালতে যাব।’ জায়েদ খানও আত্মবিশ্বাসী।
গতকাল সন্ধ্যায় তিনি বলেন, যদি আবার শিল্পী সমিতির নির্বাচনে অংশ নেন, তখনো বিপুল ভোটে জিতবেন। যতবার এখানে নির্বাচন করব, ততবারই আমি জয়ী হব। এটা আমার আত্মবিশ্বাস। আমি এত আত্মবিশ্বাসী, কারণ আমি ভালো কর্ম করেছি।’
অন্যদিকে চলচ্চিত্র–সংশ্লিষ্ট ১৮ সংগঠন শিল্পী সমিতির নির্বাচনে এফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমীন এবং প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ করেন। তাদেরই কারণেই নির্বাচনের দিন প্রযোজক, পরিচালকসহ চলচ্চিত্রের ১৭ সংগঠনের কেউ এফডিসির ভেতরে ঢুকতে পারেননি। বিষয়টি অপমানজনক দাবি করে এফডিসির ব্যবস্থাপনা পরিচালকের পদত্যাগ ও শিল্পী সমিতির প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুনকে আজীবন অবাঞ্ছিত ঘোষণাসহ শনিবার কিছু কর্মসূচি দেন সংগঠনের নেতারা। ঘোষণা অনুযায়ী, রোববার সকালে চলচ্চিত্র–সংশ্লিষ্ট ১৮ সংগঠনের নেতারা এফডিসির বর্তমান পরিচালকের দ্রুত অপসারণ চেয়ে প্রতিষ্ঠানটির প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে সমাবেশ করেন ১৭ সংগঠনের নেতারা। তাঁরা এফডিসি এমডির কুশপুত্তলিকাও পুড়িয়েছেন। সমাবেশে পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন বলেন, ‘এই এমডি আমাদের চলচ্চিত্রের সবাইকে অপমান করেছেন। বারবার তাঁর কাছে নানা ইস্যু নিয়ে গেলে তিনি ভালো ব্যবহার না করে ফিরিয়ে দিয়েছেন। তিনি আমাদের কোনো কথাই কোনো দিন শোনেননি। আমরা এমন এমডি চাই না। স্বরাষ্ট্রমন্ত্রীর আদেশ অমান্য করে তিনি আমাদের এফডিসিতে ঢুকতে দেননি। আমরা তাঁর অপসারণ চাই। তিনি এখানে থাকলে আমরা কোনো কাজ করব না। তিনি আমাদের গেটের বাইরে রেখেছেন, এবার আমরা তাঁকে গেটের বাইরে পাঠাব।’
এদিকে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ঘিরে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে, সাংবাদিক সম্মেলন করে তা নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন এফডিসির এমডি নুজহাত ইয়াসমিন। গতকাল দুপুরে তিনি সংবাদ সম্মেলন করে বলেন, ‘শিল্পী সমিতির নির্বাচন উপলক্ষে শিল্পী সমিতির ভোটারদের বাইরে অন্য ১৭টি সংগঠনের সদস্যদের প্রবেশে ওপর মহলের নির্দেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। করোনার কথা চিন্তা করে এমন সিদ্ধান্ত। যে ভুল-বোঝাবুঝির সৃষ্টি হয়েছে, আশা করছি শিগগিরই তার অবসান হবে।’
শিল্পী সমিতির নির্বাচন নিয়ে এসব ঘটনায় বিরক্ত ও বিব্রত চলচ্চিত্রাঙ্গনের একটি পক্ষ। নাম প্রকাশে অনিচ্ছুক চলচ্চিত্রের এই পক্ষ বলছে, এফডিসি থেকে যদি সব সমিতির অফিস তুলে দেওয়া যায়, দেখবেন এসব নিয়ে আর মাতামাতি হবে না। এফডিসিতে পরিচালক, প্রযোজক এবং শিল্পীরা আসবেন শুটিং করতে, এরপর শুটিং করে চলে যাবেন। যাঁরা কাজ করবেন, এফডিসি কর্তৃপক্ষ নির্দিষ্ট সময়ের জন্য তাঁদের পাসের ব্যবস্থা করবেন। কেপিআইভুক্ত একটা এলাকায় কীভাবে এত সমিতি কেমনে থাকে! আর এখানে নির্বাচনই বা হয় কেমনে? সব সমিতি যদি তুলে দেওয়া যায় এবং নির্বাচন বন্ধ করে দেওয়া হয়, এফডিসির পরিবেশ সুন্দর হবে। এই অঙ্গনের সত্যিকারের কাজের মানুষেরাও নির্বিঘ্নে কাজ করতে পারবেন।