দুই ‘চরম শত্রু’র মুখ দিয়ে প্রশংসা বের করে আনলেন নাদাল
মেদভেদেভের বিপক্ষে নাদালের জয়ের পর দেরি করেননি রজার ফেদেরার। ফাইনাল শেষ হতেই নাদালকে ইনস্টাগ্রামে জানিয়েছেন শুভেচ্ছা। মাঠে চরম শত্রু, কিন্তু মাঠের বাইরে পরম বন্ধু নাদালের ২১তম গ্র্যান্ড স্লাম জয় উদ্যাপনই করেছেন সুইস তারকা, ‘কী অসাধারণ এক ম্যাচ! বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে ২১তম গ্র্যান্ড স্লাম জয়ে আমার পরম বন্ধু ও “চরম শত্রু” নাদালকে হৃদয়ের গভীর থেকে শুভেচ্ছা জানাই। কয়েক মাস আগেই আমরা একে অন্যকে মজা করে বলছিলাম, আমাদের জীবনটা যে পুরোপুরি ক্র্যাচের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। অথচ, কী অসাধারণ উপায়েই না ঘুরে দাঁড়াল নাদাল।’
এবারের অস্ট্রেলিয়ান ওপেন নিয়ে অনেক স্বপ্ন ছিল অস্ট্রেলিয়ান ওপেনের ‘রাজা’ নোভাক জোকোভিচের। কিন্তু করোনার টিকা নেননি দেখে তাঁকে নিয়ে কত নাটক! মেলবোর্ন বিমানবন্দরে পা রাখার সঙ্গে সঙ্গে আটক হলেন। কারণ অস্ট্রেলিয়ার করোনা টিকা–সংক্রান্ত আইন ভেঙেছিলেন জোকোভিচ। কোয়ারেন্টিন সেন্টারে বসেই আইনি লড়াই করলেন। আটক অবস্থা থেকে মুক্ত হয়ে অনুশীলনও শুরু করেন। শেষ পর্যন্ত অস্ট্রেলীয় সরকার তাদের সিদ্ধান্তেই অটল ছিল। টিকাহীন জোকোভিচ খেলতে পারেননি অস্ট্রেলিয়ান ওপেনে।
জোকোভিচ কাল সার্বিয়াতে বসেই দেখেছেন নাদালের লড়াই। নাদাল ২১তম গ্র্যান্ড স্লাম জেতার পর ফেদেরারের মতো জোকোভিচও শুভেচ্ছা জানান টুইটে, ‘২১তম গ্র্যান্ড স্লামটি জেতার জন্য অনেক অভিনন্দন নাদাল। অসাধারণ এক কৃতিত্ব দেখিয়েছ তুমি। তোমার লড়াকু মানসিকতা আমাকে বরাবরই অনুপ্রাণিত করে। আরও একবার তোমার লড়াকু মানসিকতা দেখলাম।’