ভারতে করোনা শনাক্ত কমেছে, বাড়ছে মৃত্যু
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে গতকাল রোববার দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে ৮৯৩ জন মারা যান। এদিন নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২ লাখ ৩৪ হাজার।
আজ সোমবার সকালে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শেষ ২৪ ঘণ্টায় করোনায় ৯৫৯ জন মারা গেছেন। এই সময় নতুন করে শনাক্ত হয়েছে ২ লাখ ৯ হাজার ৯১৮ জনের।
এর মাধ্যমে ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ১০ লাখ ৯২ হাজার ৫২২, আর মারা গেছেন ৪ লাখ ৯৫ হাজার ৫০ জন।
নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৫ থেকে বেড়ে ১৫ দশমিক ৭ দাঁড়িয়েছে। সাপ্তাহিক শনাক্তের হার ১৫ দশমিক ৭৭।
সবশেষ ২৪ ঘণ্টায় বেশিসংখ্যক মৃত্যুর কারণ হিসেবে কেরালা রাজ্যের আগে মারা যাওয়া ৩৭৪ জনের নাম যোগ করার কথা বলা হয়েছে।
২০২০ সালের ১৯ ডিসেম্বরে ভারতে আক্রান্ত এক কোটি ছাড়ায়। এরপর গত বছরের ৪ মে দুই কোটি ও ২৩ জুন মোট আক্রান্তের সংখ্যা তিন কোটি ছাড়িয়েছিল।
ভারতে চলমান করোনা টিকাদান কর্মসূচির আওতায় এখন পর্যন্ত ১৬৬ কোটির বেশি ডোজ টিকা দেওয়া হয়েছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।