শাহজালাল থেকে সোয়া ৩ কেজি স্বর্ণসহ আটক ১
এইদেশ এইসময়, ঢাকা : শাহজালাল বিমান বন্দর থেকে সোয়া ৩ কেজি ওজনের ৩০টি স্বর্ণের বারসহ শাহীন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ১ কোটি ৩৫ লাখ টাকা।
শনিবার দিবাগত রাতে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।
শুল্ক ও গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালক মইনুল খান জানান, শাহীনের গতিবিধি সন্দেহজনক হলে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে মোজা স্পিনিং করা হলে ৩০টি স্বর্ণের বার পাওয়া যায় । ধারণা করা হচ্ছে দুবাই থেকে স্বর্ণের বারগুলো আনা হয়েছে। আটক শাহীনকে বিমান বন্দর থানায় সোপর্দ করা হয়েছে। শাহীনের বাড়ি মুন্সিগঞ্জ বলে জানায়।
Posted in: জাতীয়