বিক্রি হওয়া নবজাতকের পরিবারের পাশে দাঁড়াল প্রশাসন
চাঁদপুর পুনাকের সভানেত্রী আফসানা শর্মি ওই নবজাতককে কোলে নিয়ে আদর করেন। এ সময় উপস্থিত ছিলেন পুনাকের সাধারণ সম্পাদক শাহিনা আক্তার, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াসির আরাফাত ও মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শাহজাহান কামাল।
চাঁদপুর পুনাকের সভানেত্রী আফসানা শর্মি বলেন, মানবিক দায়িত্ববোধ থেকেই ওই শিশু ও তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন।
বেলা দুইটার দিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নবজাতক ও তার মায়ের জন্য একটি শোবার চৌকি, দুটি কম্বল ও বড় এক প্যাকেট শুকনা খাবার দেওয়া হয়। প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) হেদায়েত উল্যাহ এসব সামগ্রী নবজাতকের মায়ের হাতে তুলে দেন।
গতকাল শুক্রবার প্রথম আলোতে ‘সন্তানকে বেচে হাসপাতালের ‘‘পাওনা মেটালেন’’ মা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।