বেজোসের প্রমোদতরি যাবে তাই ভাঙা হচ্ছে ঐতিহাসিক সেতু
রটারডামের মেয়রের এক মুখপাত্র সেতুটি ভেঙে ফেলার কথা সাংবাদিকদের নিশ্চিত করে বলেছেন, ওশানকোর মাধ্যমেই সেতুটি ভাঙার খরচ দেবেন বেজোস।
গত মঙ্গলবার প্রথম বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয় নেদারল্যান্ডসের সংবাদমাধ্যমগুলোতে। প্রতিবেদনে বলা হয়, স্থানীয়ভাবে ডি হেফ নামে পরিচিত সেতুটির মধ্যবর্তী অংশ অস্থায়ীভাবে ভেঙে ফেলা হবে যাতে করে বেজোসের জন্য তৈরি ১৩০ ফুট (৪০ মিটার) উঁচু বিলাসবহুল প্রমোদতরিটি চলাচল করতে পারে।
এমন সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। কারণ, স্টিলের তৈরি এই সেতুর রয়েছে দীর্ঘ ইতিহাস এবং এটি এখন দেশটির জাতীয় স্মৃতিস্তম্ভ। সম্প্রতি সেতুটির বড় ধরনের সংস্কার করা হয়েছিল। এ জন্য ২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত বন্ধ ছিল যান চলাচল। তখন শহর কর্তৃপক্ষ বলেছিল, তারা এটি আর কখনো সেতুটি ভাঙবে না।
রটারডামের মেয়রের কার্যালয়কে উদ্ধৃত করে বার্তা সংস্থা এএফপি বলেছে, সেতুটি পুনর্নির্মাণ করার সময় কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, এমন ভাবনা থেকে সেতুটি ভেঙে ফেলার পরিকল্পনা করা হয়েছে। এখন দেখতে যে রকম রয়েছে, সেতুটি আবার সেভাবেই নির্মাণ করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে মেয়রের কার্যালয়।
মেয়রের ওই মুখপাত্র সাংবাদিকদের আরও বলেছেন, যেখানে প্রমোদতরিটি নির্মাণ করা হচ্ছে, সেখান থেকে ওই প্রমোদতরি সমুদ্রে নেওয়ার এটাই একমাত্র পথ।