আজ অনুশীলনে নামছেন মুশফিকরা
স্পোর্টস ডেস্ক : শ্রীলংকা সিরিজ শেষে এশিয়া কাপ। এ আসর শেষ না হতেই শুরু হচ্ছে টি২০ বিশ্বকাপ। ঘরের মাঠের মহাযজ্ঞ সামনে রেখে আজই যে মাঠের এবং মাঠের বাইরের কর্মকাণ্ড শুরু হচ্ছে! সকালে মিরপুরে প্রথম অনুশীলনে নামছে বাংলাদেশ। দুপুর সোয়া ১২টায় স্বাগতিক অধিনায়ক হিসেবে মিডিয়ার মুখোমুখি হবেন মুশফিকুর রহিম।
আইসিসি টি২০ বিশ্বকাপ ২০১৪ নিয়ে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি স্বাগতিক বাংলাদেশ। বিশ্বকাপের মূল পর্বে খেলার আগেই স্বাগতিকদের খেলতে হবে বিশ্বকাপের কোয়ালিফাইং রাউন্ডে। ১৬ মার্চ বিশ্বকাপ কোয়ালিফাইং রাউন্ডের উদ্বোধনী ম্যাচে শক্তিশালী আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
এশিয়া কাপে আফগানিস্তানের কাছে হারের পর এবার মূল পর্বে ওঠার লড়াইয়েও তাদের হারানো ছাড়া বিকল্প নেই। অথচ বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের ভাবতে হচ্ছে একাদশ নিয়েই। একের পর এক চোটে জর্জরিত পুরো দল।
টি২০ বিশ্বকাপের মূল পর্বের ছাড়পত্র পেতে হলে হারাতে হবে আফগানিস্তান, নেপাল ও হংকংকে। আর সেটা না হলে ঘরের মাঠের বিশ্বকাপে দর্শক হয়ে থাকতে হবে মুশফিক-সাকিবদের। কোয়ালিফাইং রাউন্ডের অন্য গ্রুপে খেলবে জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও নেদারল্যান্ডস। খেলাগুলো অনুষ্ঠিত হবে ১৬ থেকে ২১ মার্চ পর্যন্ত। ঢাকা, চট্টগ্রাম ও সিলেট ভেনুতে গড়াবে ম্যাচগুলো। এরপর কোয়ালিফাইং রাউন্ডের সেরা দলসহ ১০ দলের সুপার টেন শুরু হবে ২১ মার্চ থেকে। ভেনু ঢাকা ও চট্টগ্রাম।
এছাড়া একই সময়ে মেয়েদের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সিলেট স্টেডিয়ামে। মিরপুরে ফাইনাল গড়াবে ৬ এপ্রিল।