রোনালদোকে জর্জিনার উপহার পৌনে দুই কোটি টাকার গাড়ি
রোনালদোর গাড়িপ্রীতির সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হলো, শুধু বিলাসবহুল হলেই চলবে না, ইঞ্জিন এবং বিভিন্ন বৈশিষ্ট্যে সেটি সাধারণ গাড়ির চেয়ে আলাদা হতে হবে। এ খেয়ালেই তিনি অন্যদের কাছেও লোভনীয় করে তুলেছেন নিজের গ্যারাজকে। কী নেই সেখানে! পোরশে ৯১১ কারেয়া টুএস ক্যাব্রিওলে থেকে শুরু করে অডি আর ৮, ফেরারি ৫৯৯ জিটিবি, ফেরারি এফ৪৩০—কোনটা রেখে কোনটার দিকে তাকাবেন!
বেন্টলি, বুগাত্তি, মাজেরাত্তি, মার্সিডিজ, অ্যাস্টন মার্টিন, রোলস রয়েসের গাড়িও সমৃদ্ধ করে রেখেছে রোনালদোর গ্যারাজ। বছর দুয়েক আগে করোনায় ঘরবন্দী থাকতে থাকতে ‘বিরক্ত’রোনালদো কিনেছিলেন স্পোর্টস কার মডেলের বুগাত্তি সেন্তোদিয়েচি। যার দাম সাড়ে আট মিলিয়ন পাউন্ড।
রোনালদোর বিলাসবহুল গাড়ির তালিকায় সর্বশেষ নাম—ক্যাডিলাক এসকালাদে। আট আসনের এই গাড়ি রোনালদোকে উপহার দিয়েছেন বান্ধবী জর্জিনা রদ্রিগেজ। দুই দিন আগেই নিজের ৩৭তম জন্মদিন উদ্যাপন করেছেন রোনালদো। রোনালদোকে উপহার দেওয়ার মুহূর্তটা ক্যামেরাবন্দী করে জর্জিনা আবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামেও পোস্ট করেছেন।
বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, ক্যাডিলাক ব্র্যান্ডের এই মডেলের গাড়ির দাম প্রায় দেড় লাখ পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় যা ১ কোটি ৭৫ লাখ টাকার সমান। সাধারণ গাড়ির তুলনায় এই গাড়িটি আকারে একটু বড়ও। গাড়ির বিজ্ঞাপনে ক্যাডিল্যাক জানিয়েছিল, ‘আপনি যদি গাড়ির ভেতর টেনিস খেলতে চান, তাহলে ক্যাডিল্যাক একসালাদেই হতে পারে আপনার একমাত্র পছন্দ! এটা বলার অপেক্ষা রাখে না যে ক্যাডিল্যাক এসকালাদে আকারে অনেক বড়। প্রায় ছয় মিটার লম্বা এই গাড়ির দৈর্ঘ্য একটা জিরাফের সমান!’ শুধু তা–ই নয়, গাড়ির ভেতরে ৩৬ স্পিকারের সাউন্ড-সিস্টেমও রয়েছে!
ভিডিওতে আরও দেখা গেছে, নিজের বাড়ির দরজা খুলে কৃতজ্ঞ দৃষ্টিতে উপহার দেখছেন রোনালদো, বান্ধবীর ঠোঁটে চুমুও এঁকে দিলেন। কিছুক্ষণ পর দেখা গেল রোনালদোর চার সন্তানের ছোট তিনজন ইভা, মাতেও আর আলানা-মার্তিনা গাড়ির ভেতর বসে গান শুনছে।
এর আগেও রোনালদোর জন্মদিন উপলক্ষে কোটি টাকার গাড়ি উপহার দিয়েছিলেন জর্জিনা। নিজের ৩৫তম জন্মদিনে জর্জিনার কাছ থেকে কালো রঙের মার্সিডিজ এএমজি জি ৬৩ মডেলের গাড়ি উপহার পেয়েছিলেন রোনালদো। সেই উপহারের মূল্য ১ লাখ ৮০ হাজার ইউরো।