বিয়ে করেছেন সারিকা
আজ মঙ্গলবার রাতে বিয়ের বিষয়টি নিশ্চিত করে সারিকা বলেন, ‘দুই পরিবারের পছন্দেই আমাদের বিয়ে হয়েছে। করোনার কারণে বড় পরিসরের অনুষ্ঠান করা সম্ভব হয়নি, বাসাতেই বিয়ে হয়েছে।’ তিনি বলেন, ‘বিয়ের দিনটা সুন্দর। দুই দুই বাইশ! দিনটি স্মরণীয়। তার আগে ১২ ডিসেম্বর আমাদের বাগদান হয়।’
ওই দিন বিয়ে প্রসঙ্গে এই অভিনেত্রী জানান আরও আগে বিয়ের অনুষ্ঠান হতো। পরিবারের কয়েকজন সদস্য করোনায় আক্রান্ত ছিলেন বলে সেটা করা যায়নি। এ জন্য বিয়ের তারিখ ১৫ দিন পিছিয়েছে। ২ ফেব্রুয়ারি বিয়ের পর ৩ ফেব্রুয়ারি শ্বশুরবাড়িতে যান সারিকা। তিনি বলেন, ‘আমার শ্বশুর নেই। শাশুরি ও নদদ আছেন। বাসায় গেলে তাঁরা ফুল দিয়ে আমাকে বরণ করে নেন, কেকও কাটেন । শশুরবাড়ির সবাই আমাকে খুব ভালোবাসেন।’
বিয়ে করলেও কাজে ভাটা পড়বে না বলে জানালেন সারিকা। আগামী মাস থেকেই শুটিংয়ে ফিরবেন তিনি। সারিকা বলেন, ‘১২ ফেব্রুয়ারি একটি ফটোসুট করব। ২১ ফেব্রুয়ারি থেকে একটি নাটকের শুটিংয়ের সিডিউল দেওয়া আছে।’
২০০৬ সালে মডেলিং শুরু করেন সারিকা। তারপর একটি মোবাইল ফোন কোম্পানির বিজ্ঞাপনের মাধ্যমে রাতারাতি তারকা বনে যান। ২০১০ সালে নির্মাতা আশুতোষ সুজনের ‘ক্যামেলিয়া’ নাটকের মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় সারিকার।