বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরের সূচি ঘোষণা
১৮ মার্চ সেঞ্চুরিয়নে সুপারস্পোর্ট পার্কে শুরু হবে ওয়ানডে সিরিজ। ২০ মার্চ জোহানেসবার্গ এবং ২৩ মার্চ সুপারস্পোর্ট পার্কে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে মাঠে গড়াবে। ডারবানে ৩১ মার্চ থেকে শুরু হবে প্রথম টেস্ট।
৮ এপ্রিল থেকে পোর্ট এলিজাবেথের কেবেরায় শুরু হবে দ্বিতীয় টেস্ট। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আয়োজকদের জন্য এই সফর গুরুত্বপূর্ণ। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগ এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য পয়েন্ট তুলে নেওয়ার সুযোগ আছে।’
ওয়ানডে সিরিজের সূচি:
প্রথম ওয়ানডে: ১৮ মার্চ, সেঞ্চুরিয়ন।
দ্বিতীয় ওয়ানডে: ২০ মার্চ, জোহানেসবার্গ।
তৃতীয় ওয়ানডে: ২৩ মার্চ সেঞ্চুরিয়ন।
টেস্ট সিরিজের সূচি:
প্রথম টেস্ট: ৩১ মার্চ, ডারবান।
দ্বিতীয় টেস্ট: ৮ এপ্রিল, কেবেরা।