বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » ক্ষতিপূরণের দাবি নিয়ে ঢাকার পথে পোশাকশ্রমিকরা

ক্ষতিপূরণের দাবি নিয়ে ঢাকার পথে পোশাকশ্রমিকরা 

8000120140309105749

নিজস্ব প্রতিবেদক : ক্ষতিপূরণের দাবিতে তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর কারওয়ান বাজারে অবস্থিত ভবনের সামনে অবস্থান নিতে সাভার থেকে রওনা দিয়েছেন রানা প্লাজার ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তাদের স্বজনরা।

রোববার সকাল ১০টায় রানা প্লাজার সামনে থেকে দুই শতাধিক শ্রমিক ও তাদের স্বজনরা কয়েকটি বাসযোগে ঢাকার উদ্দেশে রওনা দেন।

রানা প্লাজা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নূর ইসলাম বলেন, ভবনধসের ১০ মাস পার হয়ে গেলেও ক্ষতিপূরণ না পাওয়ায় প্রতিবাদ জানাতে বিজিএমইএ ভবন ঘেরাও করার সিদ্ধান্ত হয়েছে।

গত ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা নামের বাণিজ্যিক ভবনটি ধসে পড়ে। ছয়তলার অনুমোদন নিয়ে এ ভবনটি নয়তলাবিশিষ্ট একটি বাণিজ্যিক ভবন তৈরি করা হয়েছিল। এ বাণিজ্যিক ভবনে পাঁচটি পোশাক কারখানাসহ শতাধিক বিপণি ছিল। ভবনটি ধসে পড়ায় ১ হাজার ১৩৪ জন নিহত ও ১ হাজার ৪৩৮ জন আহত হয়। সেনাসদস্যদের হিসাব অনুযায়ী এ দুর্ঘটনায় ২৬১ জন নিখোঁজ ছিলেন। পরবর্তী সময়ে ডিএনএ টেস্টের মাধ্যমে পরিচয় নিশ্চিতের পরও এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ১৫৯ জন।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone