বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » কলম্বিয়ায় ভূমিধসে ১৪ জনের মৃত্যু

কলম্বিয়ায় ভূমিধসে ১৪ জনের মৃত্যু 

বিজ্ঞাপন

স্থানীয় কর্মকর্তা কার্লোস মায়া এএফপিকে বলেন, ‘আমরা এ ভূমিধসের ঘটনায় ১৪ জনের মৃত্যু ও ৩৪ জন আহত হওয়ার ব্যাপারে নিশ্চিত হয়েছি।’

দেশটির ঝুঁকি ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের জাতীয় ইউনিট জানিয়েছে, পাহাড়ধসে চাপা পড়া ব্যক্তিদের কেউ বেঁচে আছেন কি না, তা নিশ্চিত হতে উদ্ধারকারীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

দুবেরনেই হার্নান্দেজ নামের ৪২ বছর বয়সী এক ট্যাক্সিচালক এএফপিকে বলেন, ‘প্রচণ্ড শব্দে আমরা ভয় পেয়ে গিয়েছিলাম। বের হয়ে দেখতে পেলাম, ঘরবাড়িগুলোর ওপর পাহাড়ের একটি টুকরা পড়ে আছে। আমি ওই স্থান দেখতে গিয়েছিলাম। আকস্মিক এ ঘটনায় লোকজন আটকে পড়েছিল।’

হার্নান্দেজ বলেন, তিনি মাটির নিচে চাপা পড়া ব্যক্তিদের মধ্য থেকে দুজনের মরদেহ ও একজনকে জীবিত অবস্থায় উদ্ধারের কাজে সহযোগিতা করেছেন। কমপক্ষে পাঁচটি বাড়ি মাটির নিচে চাপা পড়েছে বলে তিনি জানান।

উদ্ধারকারীদের আশঙ্কা, নতুন করে পাহাড়ধস হলে তা পার্শ্ববর্তী অতুন নদীতে পড়তে পারে। এতে দুর্যোগ পরিস্থিতির আরও অবনতি ঘটবে।

বন্যার ঝুঁকি থাকায় নদীর তীরবর্তী এলাকায় বসবাসকারী বেশ কয়েকটি পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে।

রিসারালদা এলাকায় নিয়োজিত সরকারি কর্মকর্তা আলভারো আরিয়াস ব্লু রেডিওকে বলেন, ‘আমরা এখন সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়ার বিষয়টিকে প্রাধান্য দিচ্ছি। কারণ, মাটির অস্থিতিশীলতা এখনো বজায় আছে।’

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone