মোটরসাইকেল নিয়ে আর বাড়ি ফেরা হলো না দেবাশীষের
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, দেবাশীষ দেব মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মোটরসাইকেলযোগে সিলেট শহর থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। সিলেট-জকিগঞ্জ সড়কের হিলালপুরের ড্রিমল্যান্ড পার্কের সামনে এলে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ফয়জুল করিম বলেন, নিহত ব্যক্তির মরদেহ আজ বুধবার দুপুরে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।