বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » নারায়ণগঞ্জ সিটির মেয়র হিসেবে শপথ নিলেন আইভী

নারায়ণগঞ্জ সিটির মেয়র হিসেবে শপথ নিলেন আইভী 

বিজ্ঞাপন

ওসমানী স্মৃতি মিলনায়তনের একই অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নবনির্বাচিত ৩৬ জন কাউন্সিলর শপথ নেন। কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। কাউন্সিলরদের মধ্যে সংরক্ষিত আসনের ৯ জন নারী রয়েছেন।

গত ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে টানা তৃতীয়বারের মতো সিটির মেয়র নির্বাচিত হন সেলিনা হায়াৎ আইভী। ২০১১ ও ২০১৬ সালের সিটি নির্বাচনেও তিনি মেয়র নির্বাচিত হয়েছিলেন।

১৬ জানুয়ারির সিটি নির্বাচনে সেলিনা হায়াৎ আইভীর প্রতীক ছিল নৌকা। আর তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী তৈমুর আলম খন্দকারের প্রতীক ছিল হাতি।

রিটার্নিং কর্মকর্তার ঘোষিত ফলাফল অনুযায়ী, মোট ১৯২টি কেন্দ্রে সেলিনা হায়াৎ আইভীর প্রাপ্ত ভোট ১ লাখ ৫৯ হাজার ৯৭। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার পান ৯২ হাজার ৫৬২ ভোট। দুই প্রার্থীর ভোটের পার্থক্য ৬৬ হাজার ৫৩৫।

এ ছাড়া এবারের সিটি নির্বাচনে ২৭টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৭ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯ জন নির্বাচিত হন।

২৭ জানুয়ারি সিটি নির্বাচনে বিজয়ীদের গেজেট প্রকাশিত হয়।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone