জায়েদকে বয়কট করা হবে, এমন কোনো সিদ্ধান্ত হয়নি: সোহান
বেশ কিছু সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা যায়, জায়েদ খানকে বর্জন করা হয়েছে, এগুলোতে ১৮টি সংগঠনের অনেকেই জানাচ্ছেন জায়েদ বর্জন এ বিষয়ে আপনার মন্তব্য কী? এমন প্রশ্নে সোহানুর রহমান সোহান বলেন, ‘কী লিখছে এগুলো আমাদের জানার বিষয় না। আমার নামে কিছু লিখলেও ভুল লিখছেন। কারণ, আমি এমন কিছু বলিনি। কিছু মানুষ ঝামেলা বাধানোর জন্য জায়েদ খানকে কেন্দ্র করে গুজব ছড়াচ্ছে। সবাইকে সতর্ক করব, আমাদের মুখপাত্র হিসেবে আলমগীর ভাই সামনে আছেন। তিনি যদি কোনো দিন বলেন বয়কট তাহলে বয়কট। এটা উদাহরণ হিসেবে বোঝানোর জন্য বললাম। কারণ, জায়েদকে বয়কট করা হবে এমন কোনো সিদ্ধান্ত হয়নি। আলমগীর ভাইয়ের কথা সবাই শুনুন।’
বুধবার দুপুর থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, গত মঙ্গলবার চলচ্চিত্রশিল্পী সমিতির ১৮টি সংগঠন বৈঠক করে সিদ্ধান্ত নেয় জায়েদ খানকে বয়কট করা হবে। এটা তাঁরা গোপন রেখেছিলেন। বুধবার উচ্চ আদালতে সিদ্ধান্ত হয়েছে জায়েদ খান এবং নিপুণ কেউ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ারে বসতে পারবেন না। ১৩ তারিখ পর্যন্ত রায় স্থগিত করা হয়েছে। জায়েদ খানের পদ স্থগিত হওয়ার আজ তাঁরা বর্জনের বিষয়টি প্রকাশ্যে আনেন, এমন খবরটি মোটেও সত্য নয়। মিথ্যা বিভ্রান্তি ছড়াতে নিষেধ করলেন সোহানুর রহমান সোহান।