ইডেনের পিকনিক বাস দুর্ঘটনার কবলে, শিক্ষকসহ আহত ১৪
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সাতকানিয়া থানার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মৌলভীর দোকান এলাকায় রাজধানীর ইডেন কলেজের পিকনিকের একটি বাস দুর্ঘটনার কবলে পড়েছে। এতে কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ ১৪ জন আহত হয়েছেন। বাসের সঙ্গে সংঘর্ষে এক পিকআপ চালক নিহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
দোহাজারি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের নতুন বার্তা ডটকমকে এ খবর নিশ্চিত করেছেন।
তিনি জানান, ইডেন কলেজের একটি পিকনিকের বাস বান্দরবান যাচ্ছিল। রোববার সকাল সাতটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মৌলভীর দোকান এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক নুরুল আবসার মারা যান।
ওসি জানান, এ ঘটনায় ইডেন কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ ১৪ জন আহত হয়েছেন। তাদের স্থানীয় কেরানীহাট আশ-শেফা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।