বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » বিনোদন » নিঃসঙ্গ জীবন কাটানো সহজ না, সম্ভবও না

নিঃসঙ্গ জীবন কাটানো সহজ না, সম্ভবও না 

বিজ্ঞাপন

রাহি ও সারিকা
রাহি ও সারিকা
ছবি: সারিকার সৌজন্যে

পরিবারের পছন্দের পর বরকে আপনার কেমন লেগেছিল?

কথাবার্তা বলার পর আমারও মনে হলো, ছেলেটা ভালো। পরিবারও ভালো। তারপর এই তো…বিয়ে হয়ে গেল। আমার মেয়ে আনায়াকেও অনেক আদর করে। এই তো।

কোন দিকটা ভালো লেগেছে?

এসব প্রশ্নের উত্তর দেওয়ার এখনো সময় হয়নি। দিস ইজ টু আর্লি টু স্টার্ট। এত আগে থেকে এত ভালো কথা বলা শুরু করব, পরে যদি আবার…ধুররর। অ্যারেঞ্জ ম্যারেজ, এখনো এত কিছু ভালোমন্দ বুঝি না। এমনিতে হি ইজ নাইস, হি ইজ কাইন্ড—কথা বলে তেমনটাই মনে হয়েছে। আমি তো আসলে প্রেমের সময়ও পাইনি।

প্রেমের সময় পেলে কি বুঝতে পারতেন?

প্রেম করার সময় থাকলে মানুষ বুঝতে পারত কোন দিকটা ভালো, কোনটা মন্দ। একটা মানুষের আসলে অনেক কিছু দরকার হয় না। সত্যি কথা বলতে, অল্প কয়েকটা ইম্পরট্যান্ট জিনিস হলেই মানুষ একটা সুন্দর জীবন পার করে দিতে পারে। অনেক ক্ষেত্রে এসব প্রেমের বিয়েতেও মিসিং থাকে। আমি মনে করি, প্রথমত দুজনের সংসার করার ইচ্ছাটা থাকতে হবে। দুই পক্ষেরই বিয়ের মূল্যটা বুঝতে হবে। দুজন মানুষের মধ্যে বেসিক একটা শ্রদ্ধার জায়গা থাকতে হবে। শ্রদ্ধা থাকলে তখন ঝগড়াবিবাদও কম থাকবে। পারিবারিক বিশ্বাসে যদি কমন কিছু গ্রাউন্ডসও থাকে, তাহলে আমার মনে হয় এনাফ। দুজনের সব যে একই রকম লাইকিং বা ডিজলাইকিং থাকবে, নট নেসেসারি। পৃথিবীর কোনো সম্পর্কেই এটা হয় না। প্রতিটি সম্পর্কে আপস অ্যান্ড ডাউন থাকবে—এরপর সুন্দরভাবে চালিয়ে নেওয়া যায়। কিছু মিল আর কিছু অমিল—এই নিয়েই সংসার।

সারিকা সাবরিন
সারিকা সাবরিন
ছবি : সংগৃহীত

আপনার কাছে সংসার মানে কী?

আমি মনে করি, পৃথিবীতে কোনো মানুষই একা থাকতে পারে না। প্রত্যেক মানুষেরই একজন সঙ্গীর প্রয়োজন হয়—কখনো কথা বলার জন্য, কখনোবা ঝগড়া করার জন্য হলেও। একাকিত্ব নিয়ে জীবন কাটানো আসলে সহজ না, সম্ভবও না। স্রষ্টা আসলে মানুষকে ওভাবেই সৃষ্টি করেছেন। সংসার বলতে প্রতিদিন রান্না করতে হবে এমনটা না। যে মানুষটা আমার পার্টনার, যার সঙ্গে আমাকে পরবর্তী জীবন থাকতে হবে এবং যে আমার সঙ্গে থাকবে, আমার জীবনের সেরা সময়েও পাশে থাকবে, খারাপ সময়েও থাকবে। একইভাবে আমাকেও তার খারাপ দিকটা এবং ভালো দিকটা গ্রহণ করতে হবে।

আপনার বর তো গান করেন। তাঁর গান শোনা হয়?

হি ইজ আ ভেরি গুড লিরিসিস্ট, ফাইন লিরিসিস্ট। স্ত্রী হিসেবে নয়, একজন আর্টিস্ট হিসেবে বলতে চাই, সে হয়তো অনেক বড় একজন সিঙ্গার নয়, কিন্তু তার গীতিকবিতা খুব সুন্দর। আমাকে নিয়েও একটি গান লিখেছে। শিগগিরই গানটি প্রকাশ করবেও বলেছে। গানটি লেখার পর যখন শোনাল, নিজেকে স্পেশাল মনে হয়েছে।

আপনি কখনো গাইবেন না?

(হাসি) সে (বর আহমেদ রাহি) চায় আমি গান গাই। কিন্তু আমাকে দিয়ে গান হবে না। আমি গান গাইলে সবাই পালিয়ে যাবে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone